আমাদের কথা খুঁজে নিন

   

মামা বাড়ীর আবদার

Good things come to those who wait চিঠি: ইদানিং আমার সি আর টি মনিটর চালানোর কিছু সময় পর স্ক্রিন লাল হয়ে যায় এবং আস্তে আস্তে কালো হতে শুরু করে। মনিটর কিছু সময় বন্ধ রাখার পর আবার চালালে ঠিক হয় তারপর আবার একই ঘটনা। আমি আমার সিস্টেম মতো একবার চালু একবার বন্ধ করে কাজ চালিয়ে যাচ্ছিলাম। নতুন মনিটর কেনার ইচ্ছা আমার বিন্দুমাত্র নাই। কিন্তু আমার ক্লাস থ্রীতে পড়ুয়া ভাগ্নি বাসার সকল লিলিপুটদের পক্ষ হয়ে চিঠি লিখেছে যে, মনিটর সমস্যা করার কারনে তাদের গেমস খেলতে সমস্যা হচ্ছে।

তাই অবিলম্বে নতুন মনিটর আনতে হবে। তা নাহলে আবার আমাকে যে শাস্তির মুখে পড়তে হবে। আসলেই মামা বাড়ীর আবদার। যাই হোক আবদার মেটাতে গতকাল নতুন মনিটর কিনে ফেললাম। এই যাত্রায় মনে হয় শাস্তির হাত থেকে বেচে গেলাম।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।