আমাদের কথা খুঁজে নিন

   

তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে- বউর তোলা ছবির ব্লগ।

ছবিগুলো আমার বউ তুলেছে . ব্লগে আপলোড করার অনুমতি নেওয়া হয়েছে . লোভে নাকি পাপ - বউ লোভ দেখালো আমি লোভে পড়ে গেলাম. অফিস শেষ হল গেলাম আড্ডা দিতে. রাত ৯/১০ টা পযন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম. বউটার কথা মনে পড়লো বাসে উঠে পড়লাম. বাস যখন দ্রুত গতিতে গন্তব্যর দিকে ছুটে চলতে লাগলো তখন একটু বিভ্রান্ত হলাম, এভাবে কোন রকম প্রস্তুতি না নিয়ে বাসে উঠে পড়া কি ঠিক হল? পেটেও ভীষণ ক্ষুধা অনুভব করলাম, সেই দুপুরে লাঞ্চ করেছিলাম তারপর ২/৩ কাপ চাঁ ছাড়া কিছু পেটে পড়েনি. যা হোক সামনে হরতাল এবং উইকএন্ড মিলিয়ে ২/৩ দিনের ছুটির ভরসায় কাউকে কিছু না জানিয়ে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম. খুব ভোর, আকাশে তখনো বেশ গাড় অন্ধকার রয়েছে বাস থেকে নামলাম. এখান থেকে ভ্যানে যেতে হবে কিছু টা পথ. ভ্যানে করে শ্বশুর বাড়ির সামনে যখন নামলাম আকাশে তখনো আঁধার. সব কিছু আবছা আবছা ছায়া ছায়া দেখা যাচ্ছে. কিছুটা চিন্তায় পড়ে গেলাম, শ্বশুর বাড়ি কিভাবে ঢুকবো! এখনও সবাই ঘুমিয়ে আছে. কাউকে ডাকতে হবে. কাকে ডাকবো ? বউ কে ডাকবো ? কি বলে? বউ ! বউ ! নাহ! সেটা ঠিক হবে না. ওর নাম ধরে ডাক দেব? সেটাও ঠিক মনে হচ্ছে না. শ্বশুর আব্বার নাম ধরে ডাকলে কেমন হয় ? শুধু আব্বা বলে ডাকবো ? এসব ভাবতে ভাবতে শ্বশুর বাড়ির বাইরের বড় খলেন-(বাইর বাড়ির বড় উঠান কে খলেন বলে ভিতরের তুলনামূলক ছোট টাকে উঠান বলে)-এর মাঝামাঝি চলে এসেছি. খলেনের শেষ মাথায় ৮ চালার ঘর তার পাশে লোহার চওড়া দরজা. সেটাই মেইন গেঁট,পার হলে উঠান, উঠানের উল্টা দিকের ঘরে আমার শালা আর সমন্ধি থাকে. এখান থেকে ডাকলে তারা ও শুনতে পাবে না. এসব ভেবে ইতস্তত করে খলেনের মাঝা মাঝি দাড়িয়ে পড়েছি. হটাৎ আবছা আলো আধারিতে দেখলাম গেঁট টা খুঁট করে খুলে গেল. একটা নারী ছায়ামূর্তি গেঁট দিয়ে বেরিয়ে তার শাড়ির আঁচল উড়িয়ে ঝড়ের বেগে দৌড়ে এসে আমার উপর ঝাপিয়ে পড়লো. আমি আমার আর তার পতন ঠেকাতে ঠেকাতে শেষ মুর্হুত্বে বুঝতে পারলাম আমার বউ. আমার প্রিয় চেনা গন্ধ টা পাচ্ছি. বউ টা বুকের ভেতর মুখ লুকায়ে আমাকে শক্ত করে ধরে রয়েছে. হাঁপাচ্ছে , কাঁদছে , ফুলে ফুলে উঠছে. জড়ানো কণ্ঠে বলছে; আমি জানতাম তুমি আজকে আসবা. আমি ফজরের নামাজ পড়ে জানালার পাশে বসে আছি. আগে দুবার খলেনে শব্দ হয়েছে দেখি কিছু না. এবার তুমি. তুমি এত শুকায়ে গেছ কেন ? …………………।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।