আমাদের কথা খুঁজে নিন

   

আমায় নিয়ে চল সখা

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে আমায় নিয়ে চল সখা টগবগ টগবগ টগবগ বাসনা অগাধ আকাশের পানে চেয়ে চেয়ে উড়াল দেবার সাধ উড়াল উড়াল উড়াল পঙ্খি উড়াল বার মাস এমন মানবজমিন জুড়ে শুধু আগাছার চাষবাস না হইলি সংসারি ও মন না হইলি সন্যাসি আয়না দেখে চমকে উঠি একি সর্বনাশি ও মন ভবের হাটে নিজের আসল দিলি ফুরায়ে ও তোর পরের টানে ঘরের বেলা যায় রে বয়ে বেলা শেষের আগেই ও মন ধর গুরুর চরণ ভক্তির হাল ধরে বস পারের দিশা মিলবে তখন বেলা শেষে কাঙাল বেশে ফিরতে হবে ঘরে আমায় নিয়ে চল সখা ভবনদীর ওপারে অডিও লিংক Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।