সাধারণত আগে একটা লিরিক লেখা হয়, তারপর তাতে সুর দেয়া হয়। আজকাল অনেকে সুরটা আগে করে নিয়ে তাতে একটা লিরিক বসিয়ে নেন। আবার কেউ গান লিখতে লিখতে তাতে সুর দেন, বা মনে মনে সুর ভাঁজতে ভাঁজতে তাতে কথা সাজাতে থাকেন। ... আমি এই সর্ব উপায়েই গান লিখি, মানে লিখতে বাধ্য
দৃষ্টির সীমানায় মনের জানালায়
স্বপ্নের আঙিনায় কেবলই তুমি হায়
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় ।।
ঝিকিমিকি তারাজ্বলা রাত্রীর ইশারায়
তোমার চোখে স্বপ্ন এঁকে দেই
চাঁদ-ঝরা জোছনারা কানে কানে বলে যায়
কোথাও তোমার তুলনা যে নেই
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় ।।
রঙধনু সাতরঙা কল্পনারই ছোঁয়ায়
তোমায় তোমাকেই ফিরে ফিরে চাই
ভাবনারা দিশেহারা উন্মনা ভেবে যায়
তোমায় যদি কখনও হারাই
ছুঁয়ে দাও আমায় ভালোবাসায়
হারিয়ে যাবো চলো দূর অজানায় ।।
(অ্যালবাম: বলনা
সুর ও কণ্ঠ: হৃদয় খান)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।