আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমিয়ে আছে আমার কুফা কাচা মরিচের অন্তরে

আমার মতে পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য হচ্ছে মানুষের হাসি। তাই আমি সারাজীবন মানুষকে হাসি মুখে দেখতে চাই একেকজন মানুষ একেক জিনিসে ডরায় মানে ভয় পায়। কেউ ভুতে ডরায়,কেউ মুরগী ডরায়,কেউ বিড়ালে ডরায়,কেউ গরু ডরায় ,আবার কেউ কেউ তেলাপোকাও ডরায়। তবে আমি boss সবচেয়ে বেশী ডরাই কাচা মরিচ আর বোম্বাই হইলে তো কথাই নাই। আজকে আমার এক বন্ধু জাম তর্তা খাইতে চাইল।

আরেক বন্ধু কিনতে গেল। আমি মামার কানে কানে বললাম মামা বোম্বাই মরিচ দিও। মামাও আমারে নিরাশ না কইরা একটা আস্ত বোম্বাই কুচি কইরা দিল। আমিতো মনে মনে মহা খুশিত। তার হাতে প্যাকেট দেয়ার পর দেখি মজা কইরা খাইতেছে।

বলে ঝাল দেয়াতে আরো বেশী মজা হইছে। আমিতো পুরাই হতাশ। আমারে অবশ্য সাধছিল। আমি বলি ভাই মাফ চাই তোরাই খা। আমি ভাই আমভক্ত মানুষ তাই জাম কম খাই।

তার উপর আবার বোম্বাই!হায় খোদা আমারে উঠায়া নেও। একই জিনিসে তার পৌষ মাস আর আমার সর্বনাশ। আমি যেইখানে ভয়ে শেষ সেইখানে সে প্যাকেট উচাইয়া টপাটপ মুখে পুরতেছে। দেইখা আমার গায়ে মনে হইতেছিল কাটা বিধতেছে। আমার চাচীরা এমনিতে আমার ভবিষ্যত্‍ নিয়া শঙ্কিত কারন আমি ঝাল কম খাই।

কে জানে ভাগ্যে কি লিখা আছে। ঘুমিয়ে আছে অভনের কুফা কাচা মরিচের অন্তরে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।