একটু দম নেয়ার অপেক্ষায় কতোকাল কাটিয়ে দিয়েছি গাছের আলিঙ্গনে ।
আজকাল আমার
আকাশ দেখা হয়না,
ডানা মেলে উড়া হয়না বহুদিন
মেঘ ছুঁয়ে ছুঁয়ে, এখন আমার
চুল ভেজা ঘামে !
বেদনার নীল স্রোত
চুইয়ে নামে !
বিশুদ্ধ বাতাসের চুরমার
শিহরণ, কতোদিন আমাকে
ছুঁয়ে_ বলে গ্যাছে , সে নাকি
তোমার কাছে যাবে...
আমার বার্তা বাহক আরকি !
তুমি শুনতে পাওনি ?
বাতাসের মসৃণ ত্বকে
মিশে ছিলো মিলনের আকুলতা !
তুমি কি ঘুমিয়ে থাকো ?
আজকাল আমার মতো
আর আকাশ দেখ নাকো !
লিখন
মে-৩০.২০০৯
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।