আমাদের কথা খুঁজে নিন

   

ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে... কিন্তু তাদের অন্তরে কি ঘুমিয়ে আছে

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু
ছেলেটির বয়স আর কত হবে হয়তো ১২ কিংবা ১৩। যখন এ বয়সের ছেলেরা বই খাতা আর কলম নিয়ে থাকার কথা ছিল স্কুলে তখন এই ছেলেটি একটি মার্কেটের সিড়িতে ঘুমিয়ে আছে। সকালের খাবার হয়েছে কিনা কে জানে। রাতেই বা খেয়ে ঘুমিয়েছিল কিনা কি জানি? ঘুম থেকে জেগে ছেলেটি বেরিয়ে পড়বে দুপুরের অন্ন সংগ্রহের চিন্তায়। এভাবেই প্রতিবেলা খাবার খুজেই ওদের জীবন।

আর এভাবে পড়ে থাকতে থাকতেই একসময় তারাই হয়ে উঠে অপরাধী। সে অপরাধ ক্ষুধার তাড়না আর আশ্রয়ের তাগিদেই। কুমিল্লার সীমান্ত এলাকা দিয়ে যেসকল মাদক দেশে প্রবেশ করে তার অধিকাংশই বহন করে এই সব ছোট ছোট টোকাইরা। আর এসব উদ্বাস্তু শিশুদের পূনর্বাসনের কি কোন ব্যবস্থা নেই। এসব শিশুরা সমাজের মূলস্রোত থেকে হারিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনেই।

আমরা বহু পড়েছি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে কিন্তু আসলে এই ঘুমিয়ে থাকা শিশুটির মতো হাজারো লাখো শিশু পড়ে থাকে রাস্তায়। তাদের অনাগত ভবিষ্যতের জন্য হয়তো একা কিছুই করা সম্ভব নয় কিন্তু তারা যদি বিপথে যায় তবে তা সুস্থ্য সমাজের জন্য অবশ্যই অনাকাংখিত। আর তাই এসব অসহায় শিশু কিশোরদের পূনর্বাসনের ব্যবস্থা করা উচিত আজকের শিশুরা যারা আগামীর সম্ভাবনাময় হবে তাদের কল্যানের জন্যই।
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।