আমাদের কথা খুঁজে নিন

   

কিন্তু কে শুনবে কার কথা?

২. ব্যক্তির চেতনা একটু হলেও লুপ্ত হয় যখন সে কোন প্রতিষ্ঠানে যুক্ত থাকে। ১. যদি চতুর্দিক বন্ধ নিরেট পাথরের ভিতরেও কেউ ভাল কাজ করে, তবু সেটার কল্যাণ পৃথিবীতে ছড়াবেই। (এটি হাদিস। ) ০.সাপের মাথা বাদে বাকি পুরোটাই লেজ। সো, লেঞ্জা ইজ কোয়াইট ইম্পসিবল টু হাইড।

যুদ্ধ উস্কে দেয়ার জন্য চাই যুদ্ধের শেষ পরিণতি জানে না, এমন কিছু মানুষ। যারা সংজ্ঞা জানে না উন্নয়নের, পারস্পরিক সহাবস্থানের, বিজ্ঞানের, সামাজিকতার। এরা জন্ম নিয়েছে আর সব মানুষের মতই মেধা নিয়ে। কিন্তু তাদের বলয় এগুতে দেয়নি। ভাবতে দেয়নি।

করতে দেয়নি করণীয়। এবং সমাজ, তাদের সামনে আনার কথা বলার সাহসও দেখায়নি। পুরো পৃথিবীর সমান হবার স্বপ্ন কখনো দেখায়নি, অথচ পুরো পৃথিবী শাসন করার স্বপ্ন ঠিকই দেখাচ্ছে। শাসন করতে হলে বড় না হোক, অন্তত সমান হতে হয়, এই শিক্ষাটাও যে জরুরি, তা কখনো প্রবেশ করেনি অন্ধগলিতে। এদের উপমা শুধুই বারুদের বস্তার সাথে তুলনীয়।

এরা তৈরিই আছে জ্বলতে, শুধু আগুন চাই একটা ফুলকির সমান। এই আগুন যে কেউ সরবরাহ করতে পারে। একটু বুদ্ধি করে আগুনটুকু সরবরাহ করলে আর কিছু প্রয়োজন পড়ে না। আপনি জ্বলে ওঠে। যেসব নিয়ে প্রশ্ন ওঠে সবচে বেশি, সে বিষয়গুলো নিয়ে মূলপোস্ট হচ্ছে এগুলো- পরিচয়: ১. বাঙালী ২. জামাতের আদর্শ ও পরিণতি ৩. হেফাজতে ইসলাম ৪. হিজবুত তাহরীর মুসলিমের: ১. উপলব্ধির উপায় ২. একজন মুসলিমের তাহলে কেমন হতে হবে? লড়াই: ১. অবমাননায় মুসলিমের করণীয় ২. শাহবাগীরা কী চায় ৩. আস্তিক-নাস্তিক ক্যাচাল ৪. কারা লড়ছে, কেন লড়ছে ৫. শুধু বিধর্মে নয়, সংঘাত সর্বত্র জামাতের কিছু বিষয়: ১. জামাতের প্রচার পদ্ধতি ২. অবমাননা জামাতেই ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.