আলো অন্ধকারে যাই... বাংলাদেশের একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকের কীর্তি নিয়ে ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার প্রেসিডেন্ট স্বয়ং ইমেইল করেছেন, এহেন একটি ইমেইল সেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শোভা পাচ্ছে, এরকম একটা ইমেইল পেলাম আজ। প্রথমে বিশ্বাস করতে পারিনি, পরে সেই বেসরকারী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে স্বচক্ষে দেখলাম এই অভাবনীয় প্রতারণা!! ইমেইলে দাবী করা হয়েছে, বেসরকারী এই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক নাকি তার গবেষণার জন্য IEEE এর পুরস্কার পেয়েছেন, এবং ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার প্রেসিডেন্ট জন হিট স্বয়ং এজন্য অভিনন্দন জানাচ্ছেন। শুধু তাই না, এই "শিক্ষক" নাকি ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল ফ্লোরিডার ছাত্রদের একটি মার্কিন প্রতিযোগিতাতেও অনেক সাহায্য করবেন, এজন্য তাকে প্রেসিডেন্ট হিট সাহেব অনেক ধন্যবাদ জানাচ্ছেন!! ইমেইলের ছবি বিশ্ববিদ্যালয়টি টাঙ্গিয়ে রেখেছে নিজেদের সাইটে, ফ্যাকাল্টি কর্নার পাতায়। কিন্তু প্রথম দর্শনেই চোখে পড়ে, ইমেইলটি পাঠানো হয়েছে অর্থাৎ মাইক্রোসফটের লাইভ ডট কম ফ্রি ইমেইল অ্যাড্রেস থেকে। ইমেইলে অসংখ্য ব্যাকরণগত ভুল, বাক্যের ভিতরে অযথা ক্যাপিটাল লেটার ব্যবহার তো রয়েছেই, অনেক বানান লেখা হয়েছে এমন ভাবে যা আমেরিকান কেউ কখনো লিখবে না। যেমন লেখা হয়েছে centre অথচ মার্কিন বানানে সেটা হলো center।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।