বাতি ঘরের আলোয় সবাই আলোকিত হউক দক্ষিন নামিব মরুভূমিকে বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে সবচেয়ে লম্বা এবং আকর্ষণীয় সমুদ্রতটস্থ বালিয়াড়ির বাড়ী যার রং প্রগাঢ় গোলাপী থেকে কমলা । এই সমুদ্রতটস্থ বালিয়াড়ির শুরু আটলান্টিক মহাসাগরের ডান পাশ থেকে। সাগরের হিম শীতল পানির অনবরত ঘর্ষনে নামিব মরুভূমির এই বালিয়াড়ি যা পৃথিবীর মধ্যে চমৎকার এক দর্শনীয় স্থান। শত শত মাইল বিস্তৃত সমুদ্র সৈকতে আকর্ষণীয় এই সমুদ্রতটস্থ বালিয়াড়ি দেখার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো সুয়াকোপমুন্ড যা নামিবিয়ার সুয়াকূপ নামে পরিচিত। নামিবিয়ানদের অবকাশ যাপনের জন্য যা সবচেয়ে বড় সমুদ্র শহর। একসময় নামিবিয়া জার্মানদের অধীনে ছিল তাই এই শহরের বাড়ী-ঘর সবই জার্মান ধাচে তৈরি । আসুন এই অপরূপ সৈন্দর্যের কিছু ছবি দেখি (সংগৃহিত)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।