আমাদের কথা খুঁজে নিন

   

বেদনা

বেদনা আর কিছু নয় সংবেদন নামে মানববোধের সারৎসার প্রজন্মের জন্য পরম্পরার উত্তরাধিকার । বেদনা হলো, আদিপিতার সত্ত্বা থেকে আদিমাতার গর্ভে নির্গত সুখোদয়; এক থেকে অগননে রুপান্তর আত্মার বিকিরণ যেমন কালক্রমে উর্বরতা পেয়েছে আগুন ! বেদনা হলো, মানবের মূখ্যতম অভিব্যক্তি দেহ – মন –চৈতন্যে সৃস্টিমগ্নতা সায়ংকালে সূর্যের নি:স্বার্থ দায়মুক্তি। তস্ময় মন কারণে – অকারণে কেবল বেদনার অনুগামী ! -প্রান্তিক জসীম ১৭.৬.১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।