যখন হৃদয়ে দুঃখের কালো ছায়া নেমে আসে... অস্থির মন বিষন্নতাকে খুঁজে পায় পাশে... যখন প্রকৃতির সাথে হৃদয়ের বর্ষণ মিলেমিশে হয় একাকার... কষ্টের অনলে হৃদয় পুড়ে অঙ্গার... আমি তখন বুঝাই মনকে, পৃথিবীতে এমনই হয়... দুঃখ-সুখেই জীবনের ক্ষয়... দুঃখ-সুখ সবারই জন্য... তুলনায় জীবনের মূল্য নগন্য... বোকা মন তুই সবই বুঝিস... তবু কেন শুধুই কাঁদিস??? তুই কি জানিস না কল্পনায় সবই হয়??? তবু কল্পনাতেই যত ভয়... দুঃস্বপ্নগুলো যে কল্পনাতেই বেঁচে রয়... সাহস করে তবু কল্পনা নিয়েই বাঁচতে হয় জীবনময়... এভাবেই যে হয় মোদের জীবনের ক্ষয়...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।