আমাদের কথা খুঁজে নিন

   

বেদনা

পড়,জান,জানাও

তোমাকে দেখি আমি ৫২ তে তোমাকে দেখি আমি ৭১ এ তোমাকে দেখি আমি ৯০ এ তোমাকে দেখি আমি ০৬ এ তোমাকে দেখি আমি সূর্যদোয়ে দেখি সূর্যাস্তে। দেখি দারীদ্রে,দেখি কষ্টে। তোমাকে দেখি আমি স্বচ্ছলতায়। তোমাকে দেখি আমি অধিকার আন্দোলনের মিছিলে, তোমাকে দেখি আমি মুজিবের বজ্রকন্ঠে,জিয়ার হাসিতে। চে এর তেজ ভরা চোখে। তোমাকে দেখি আমি শ্রমিকের পরিশ্রমে। অনেক দিন হলো দেখিনা তোমায়, হারিয়েছ আজ তুমি কোথায়। তুমি আজ জলপাইয়ের শক্ত বুটের তলায় স্বাধীনতা তুমি, আমাদের স্বাধীনতা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।