আমাদের কথা খুঁজে নিন

   

বেদনা



পাহাড়ের চূড়াই হীম শীতল বাতাস ক্লান্ত মন নিয়ে বসে আছি আমি একা । যখন মৃদু বাতাসের আভা লাগে মনে জাগে শিহরন নিষ্পলকে তাকিয়ে থাকি আমি, মনের অজান্তে সোনার হরিণ ধরি ভোমরা হয়ে ফুলের গায়ে জড়িয়ে পড়ি। চোখে লাগে নেশা হূদয়ে ফুটে ফুল স্ব্‌প্নের দু, চোখ যায় হূদয় রাজ্যর কুল কখনো পাখির মত একা বসে থাকি, চনচল মনির মত গগনে উড়ে বেড়াই। কখনো অনন্ত যৌবনা নিয়ে কপালের টিপ হিজলের বনে সাত রংঙে সাজি, নয়নের বৃষ্টিতে মুছে ফেলি সব হীম শীতল বাতাসের কি পাবার প্রতিক্ষায় থাকি কখনো বজ্র পাতের মত সব অন্ধকার করে দেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।