দুঃখের সগর ভেঙ্গে পথ যেতে হয়, নয়তো জীবনে কোন আসেনা বিজয়,
অন্তরে জানি বিস্তর বেদনারা
ঢেউ খেলে খেলে যায়,
তোমার বিষাদে আমি ও যে জ্বলি
তুমি বুঝনা হায়।
আষ্টে পিষ্ঠে কষ্টে নয়নে
ঝরে ক'ফোঁটা জল
তোমার কষ্ট অনুভব করি
বিধিল বুকে শেল।
নয়নে বিষাদ বিয়েগ জলে কি
ধূয়ে যায় বিষাদ দল,
ভাসাবে কি ওগো বিষাদের স্রোতে
এভাবেই তব অঞ্চল।
আঁধারের বুকে লুকিয়ে লুকিয়ে
ভাব জ্বলছ নিজে
তুমি কি বুঝ না একটুও মোরে
বুকে বেদনা কিযে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।