আমাদের কথা খুঁজে নিন

   

যাকে দেখে ভালো লাগবে তাকেই বিয়ে করব— সাকিব আল হাসান

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জিতেছেন ২০০৯ ও ২০১১ সালের বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। পাঠকের ভোটেও গত বছর সাকিবই ছিলেন সেরা। এবারের সময়ের তারকা— সাকিব আল হাসান টি-টোয়েন্টি, নাকি ওয়ানডে? জাতীয় দলের হয়ে যেকোনো রকম খেলাই খেলতে ভালো লাগে। শাহরুখ খানকে যে জিনিসটি শেখাতে পারি— কীভাবে বল স্পিন করাতে হয়। তাঁকে এই কথাটা বলেছিও আমি।

বাংলাদেশ দল কখন বেশি ভালো খেলে? সবাই মিলে যখন ভালো খেলে। একজন ভালো করলে হবে না। ভালো কিছু করার জন্য সবাই মিলে ভালো করতে হবে। টিমমেটরা আমাকে নিয়ে যা ভাবে— কঠিন প্রশ্ন (হেসে)। বন্ধুই ভাবে নিশ্চয়ই।

সবাই কমবেশি সবকিছু শেয়ার করে আমার সঙ্গে। আমিও করি। এই মুহূর্তে মাথায় ঘুরছে যে গান— তুমি আমার প্রথম প্রেম... প্রিয় পোশাক— জিন্স, টি-শার্ট পরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তরুণদের পোশাক তো এসবই। অভিনয়ে আসার ইচ্ছা আছে? অনেক প্রস্তাব পেয়েছি নাটক সিনেমায় কাজ করার।

কিন্তু এই বিষয়ে আমার তেমন আগ্রহ নেই। একসময় ইচ্ছা ছিল। এখন বয়স হয়েছে না! বাংলাদেশে আপনার প্রিয় অভিনেত্রী— তিশা। একসময় হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার পথে টিম বাসে বসে তিশা অভিনীত নাটক দেখতাম। সেভাবেই তার ভক্ত হয়ে গিয়েছিলাম।

সর্বশেষ যে ছায়াছবিটি দেখেছেন— দ্য অ্যাভেনজারস ছবিটা দেখেছি। এই মুহূর্তে দেখছি প্লেয়ারস। গুজব আছে, আগামী ৩০ জুন আপনার বিয়ে— আমিও সে রকম শুনেছি। কিন্তু বিয়ের কিছু তো জানি না। তার মানে এখন বিয়ে হচ্ছে না? কখন করব জানি না।

যাকে দেখে ভালো লাগবে তাকেই বিয়ে করব। সাক্ষাৎকার: তৌহিদা শিরোপা ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.