আমাদের কথা খুঁজে নিন

   

মানচিত্র আগে, না মানবতা?

কবি হতে চেয়েছিলাম... ধর্ম নয়, বর্ণ নয়, সবার আগে রোহিঙ্গারা মানুষ, আক্রান্ত রোহিঙ্গা নারী ও শিশুদের আগে বাঁচাতে হবে। জামায়াতকে জড়িয়ে মিয়ানমারের যে ভাষ্য, তা থেকে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। জামায়াত রাখাইন প্রদেশের দাঙ্গায় কোনো উস্কানি দিলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। কিন্তু আবারো বলবো, সবার আগে আক্রান্ত রোহিঙ্গা নারী ও শিশুদের আগে বাঁচাতে হবে। অবশ্য রোহিঙ্গাদের দুর্দশার এ দায় বাংলাদেশের নয়, দায় মিয়ানমারের তথাকথিত অহিংস সংখ্যাগুরু জনগোষ্ঠীর, দায় বিশ্বমোড়লদের।

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অং সান সু চি দেশের দাঙ্গা রেখে ইউরোপ গেলেন, এখানেই প্রশ্নবিদ্ধ নোবেল শান্তি পুরস্কার। [এই দাঙ্গায় মুসলমান গোষ্ঠীগুলো অবশ্যই দর্শকের ভূমিকায় নেই। অনেক ক্ষেত্রে তারাও পাল্টা সহিংসতা ঘটাচ্ছে। কিন্তু যেভাবে এই হত্যাকাণ্ডের পেছনে মুসলমানদের দায়ী করা হচ্ছে তা সঠিক নয়। একটা ঘটনায় দেখা যাচ্ছে, নিহত মুসলিমদের মাথা মুড়িয়ে, গেরুয়া পোশাক পরিয়ে বৌদ্ধ ভিক্ষু হিসেবে চিত্রিত করার চেষ্টা হয়েছে।

এরপর তাদের ছবি বিশ্বময় ছড়িয়ে দিয়ে অভিযোগ করা হবে যে মুসলমানরা এসব ব্যক্তিকে হত্যা করেছে:ফ্রান্সিস ওয়াদে, মিয়ানমারের দাঙ্গা/ গণমাধ্যম যা আড়াল করছে; ১৪-০৬-২০১২, প্রথম আলো, পৃষ্ঠা-১২] বিপন্ন রোহিঙ্গা নারী, শিশু আর অসহায় পুরুষদের বাঁচাতে এগিয়ে আসুন হাসিনা, খালেদা, সুচি, মনমোহন, ওবামা। অসহায় দেশহীন এই মানুষদের রক্ষা করুন। দয়া করুন, দয়া করুন, দয়া করুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।