আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনাটা ৮জুনের ।

ঘটনাটা ৮জুনের । ফেসবুকে একজন তার মায়ের সাদাকালো ছবি দিয়ে বলল আজ আমার মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী । সবাই দোয়া করবেন । কথাটা বলতে বা লিখতে তার হয়ত এখন আর তেমন কষ্ট হয় না । ২ বছর বেশ অনেক সময় ।

কিন্তু লেখাটা পড়েই বুকের মধ্যে কেন জানি একটু হাহাকার করে উঠল । চোখও যেন একটু টলটলে হয়ে গেল । মাকে ছাড়া একটা মূহুর্ত আমি কল্পনাও করতে পারি না । সত্যি বলতে আমি ছোটবেলা থেকে মাকে ছাড়া কোথাও থাকি নাই । এমনকি এই ভার্সিটি জীবনেও পরিবারের সাথে থাকার সৌভাগ্য হচ্ছে ।

আমার হয়তো হাজার হাজার অপূর্নতা আছে........কিন্তু আমার সামান্য পূর্নতায় আমি পুরোপুরি সন্তুষ্ট । এসব যখন লিখছি তখন আমার এক সবচেয়ে ভাল বন্ধু কথা মনে পড়ল । ও যখন ক্লাস থ্রীতে তখন ওর মা মারা যায়........ দুনিয়াতে সবার ভিন্ন ভিন্ন কষ্ট থাকলেও কষ্টের রংগুলো একই যেন সাদাকালো । তেমনি সুখগুলোও যেন রঙ্গিন । আরও অনেক কিছু লিখতে ইচ্ছা করছে আজ ।

কিন্তু শব্দ খুজে পাচ্ছি না । আচ্ছা আমরা সব-সময় কেন বাস্তবতাকে এত গুরুত্ব দেই । আমাদের ইমোসনের কোনই কি দাম নেই............. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.