রোড পেইন্টিং
আমি খুব ভাল করেই জানি যে আপনারা খুব ভাল ভাবেই জানেন ইতিহাস টা। যেটা জানেন না অনেকেই তা জানান দেওয়ার জন্যই আমার কাঁচা হাতে লিখতে বসা।
ঘটনাটা ঘটবে আগামিকাল ২৫মার্চ রাতে।
আপনি যদি ঢাকায় থেকে থাকেন তাহলে অবশ্যই যোগ দিন।
সব কিছু খুলেই বলি,
১৯৭১ এর ২৫ মার্চ রাতে অপ্রস্তুত ঘুমন্ত বাঙ্গালির উপর অতর্কিত ঝাঁপিয়ে পড়ে পাক হানাদার বাহিনী।
চালায় নির্বিচার গণহত্যা। সেদিন রক্তে ঢেকে গিয়েছিল ঢাকার রাজপথ। তাই সেই দিনটি কে স্মরণ করে জেগে থাকার জন্য আমরা রাস্তাকে বেছে নিতে অনুপ্রানিত হয়েছি। এই দিনের স্মরনে রাজপথে রঙ তুলি দিয়ে আমাদের কথা গুলো লিখব ছবির ভাষায়।
গত ২০০২ সাল থেকে আমরা ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এর চারুকলা অনুষদের সবাই মিলে ২৫ মার্চ রাতে জেগে থাকি আর সারা রাত ধরে করি রোড পেইন্টিং।
এই দিবস কে নিয়ে এই রকম কিছু আর অন্য কোথাও হয় না। বিশাল রোড পেইন্টিং যেখানে যোগ দিতে পারেন আপনিও। এই দিন আমরা সারা রাত জেগে থাকি।
এটি ১০০ ভাগ অরাজনতিক, যা হয়ে আসছে গত ১০ বছর ধরে।
বহুল প্রচারিত গণমাধ্যম গুলোতে ব্যাপক প্রচার না হওয়ার পরেও প্রতি বছর এই কাল রাতকে স্মরণ করতে হাজারো মানুষের ভীড় জমে।
গত বছর একটি ফোন কোম্পানি তাদের বাণিজ্যিক সবচেয়ে বড় আলপনা আঁকার আয়োজন করে, খুব সম্ভবত সেই কারনে আমাদের কে গত বছর মানিক মিয়া তে রোড পেইন্টিং এর জন্য অনুমতি দেওয়া হয়নি। পরে আমরা তা করি রায়ের বাজার বধ্যভূমিতে। সুখের কথা হলো এই বছর আমরা আবার ফিরে পেয়েছি আমাদের সেই স্থান। যেখানে আমরা গত ১০ বছর ধরে ২৫ মার্চ এর আয়োজন করছি।
আপনারা সবাই অবশ্যই চলে আসবেন বন্ধু বান্ধব পরিবার নিয়ে।
আমাদের ফেসবুক ইভেন্ট
রোড পেইন্টিং অন ফেইসবুক
যা যা হবে এই রাতেঃ
* বিশাল রোড পেইন্টিং,
(অংশ নিতে পারবে যে কেউ, রঙ তুলি সব কিছু সরবরাহ করা হবে)
* প্রখ্যাত চিত্র শিল্পীদের উপস্থিত ছবিআঁকা,
(দেশের প্রখ্যাত শিল্পিরা ক্যানভাসে ছবি আঁকবেন)
* মোম বাতি প্রজ্জলন,
(সকলে)
* চিত্র প্রদর্শনী,
(বিগত বছর গুলোতে আঁকা শিল্পিদের ছবি)
* পার্ফর্মিং আর্ট
(চারুকলার শিক্ষার্থীরা) এবং
* গণ সংগীত।
(সঙ্গীত বিভাগের শিল্পীরা)
* সূর্যোদয়ের পর জাতীয়ে সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা
সময়: ২৫শে মার্চ সূর্যাস্ত থেকে ২৬শে মার্চ সূর্যোদয় পর্যন্ত।
(বিকাল ০৪টা থেকে পর দিন ভোর পর্যন্ত)
স্থান: সংসদ্ এর সামনে, মানিকমিয়া এভিনিউ, ঢাকা।
আয়োজনে: চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ
সহযোগিতায়: সংগীত বিভাগ সহ অন্য সকল অনুষদ ও বিভাগ, ইউডা এবং সোডা, কোডা
রোড পেইন্টিং ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।