আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনাটা ঘটানো দরকার

ই চ্ছে খা তা

খুব মেজাজ খারাপ হয় তখন, জানি আপনারও হয়। মনে করুন আপনি বসে আছেন রিকশা বা সিএনজি তে। সামনে প্রচন্ড জ্যাম, পেছনেও। আপনার পেছনে কোন গাড়ি (প্রাইভেট কার)। জ্যামের কারনে যখন আপনার মেজাজ এমনিতেই প্রচন্ড খারাপ, তার মাঝেই পেছনের গাড়িটা তীব্রস্বরে হর্ণ বাজিয়ে যাচ্ছে, মাশাল্লা টাইপ হর্ণ।

সামনে যাওয়ার কোন জায়গা নেই, এটা যেমন আপনিও জানেন, তেমনি আপনার পেছনের গাড়ির ড্রাইভারও জানে, তবুওতার বিরাম নেই। আপনার কানের অবস্হা আর আপনার মেজাজের অবস্হাটা একবার চিন্তা করুন, কেমন লাগবে তখন আপনার? আমার খুব ইচ্ছা করে তখন, খুব শান্তভাবে গাড়িটার দরজার গ্লাসে গিয়ে নক করতে (হর্ণের শব্দ থেকে বাঁচার জন্য তারা সাধারনত গাড়ির গ্লাস বন্ধ করে রাখে, আর এসি গাড়ি হলে তো কথাই নেই)। গ্লাসটা খুললে কানে কানে কথার বলার ভাব নিয়ে তার কানটা এগিয়ে দিতে বলি। তারপর কানের কাছে মুখটা নিয়ে সব শক্তি দিয়ে একটা চিৎকার। তারপর খুব শান্ত স্বরে বলবো, 'কি এখন কেমন লাগে?" ঘটনাটা ঘটাতে পারিনি এখনো, কিন্তু শীঘ্রই ঘটিয়ে ফেলবো নিশ্চয়ই একদিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.