ছড়া প্রান প্রানের প্রান, ছড়ায় শুঁকি সুখের ঘ্রান।
টাকাওয়ালার টাকা আছে
সপ্ন মেলার পাখা আছে,
দামি দামি গাড়ি আছে
প্রসাদ সমান বাড়ী আছে।
দামি স্যুট টাই আছে
যা চায় তাই আছে।।
বড় হবার ঝোক আছে
হাতে অনেক লোক আছে,
ক্ষমতার তুড়ি আছে
পেট ছাড়ানো ভুরি আছে।
উপর তলার ভাই আছে
যা চায় তাই আছে।।
সবশেষে যা নাই
বলছি এবার তা ভাই,
উপকারে পণ নাই
আসলে তার মন নাই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।