আমাদের কথা খুঁজে নিন

   

সে আসলে কি চায় ???

যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে.

আমার স্কুল জীবনের কাহিনি নিয়া ৮ পর্ব এর পোস্ট দিয়েছিলাম । যারা পড়েছেন তাদেরকে ধন্যবাদ আর যারা পড়েন নি তাদের কেও ধন্যবাদ । এবার আসি আমার স্কুল জীবনের এক জনের প্রসঙ্গে । এটা ঈদানিং কালে যা ঘটছে তার উপর ভিত্তি করে বলা । যাই হোক, শুরু করা যাক ।

ফেবুতে আমি নিয়মিত যাতায়াত করি । একদিন না গেলে আমার ঘুম হয় না । এই ফেবু আর ব্লগ এই ২ টার জালায় আমার ঘুম হারাম !!! আমার যত স্কুল এর বন্ধু আছে তাদের বেশির ভাগের খোজ আমি পেয়েছি এই ফেবু থেকেই । হাড়িয়ে যাওয়া বন্ধুদের খুজে পেয়ে আমি খুব খুশি । এভাবে করেই আমি friend request পাঠাই স্কুল এর এক বন্ধুকে ।

তার সাথে আমার স্কুল এ কোন কথা হয় নাই কখনো । কিন্তু আমি তাকে চিনি । স্কুল এর মোটামোটি সবাইকে আমার চেনা । কোন রকম কথা স্কুল এ থাকতে না বললেও । যেই বন্ধুকে আমি friend request পাঠিয়েছিলাম তাকে হুট করেই আমি খুজে পেয়েছি ফেবুতে ।

আর যখন দেখেছি যে সে আমার স্কুল এর তখনই সাথে সাথে request পাঠিয়েছি । সে friend request গ্রহন করার ৩/৪ দিন পর থেকে তার সাথে আমার ফেবু তে চ্যাট হতে থাকে নিয়মিত । মোটামোটি আলাপ আলোচনা চলতে থাকে তার সাথে আমার । সে আবার এক ইউনিভার্সিটির এর শিক্ষীকা । ভালো কথা ।

মাঝে মাঝে সে ক্লাস এর ফাকে ফেবু তে আসলে তার সাথে চ্যাট হত । এভাবে করে ১ সপ্তাহ খুব ভাল মত চলছিল তার সাথে । দুস্টামি ফাজলামি সবই চলত । তবে কোন রকম ফ্লাডিং করি নাই তার সাথে । এমন ও হয়েছে তার সাথে প্রায় সারাদিন চ্যাট করে সময় কাটিয়েছি ।

তার সাথে আলাপ হতো পরিবার, পড়াশুনা, বিয়া, বন্ধু সহ সব কিছু নিয়ে । এর মধ্যে জানতে পারি তার কাছ থেকে যে তার কোন অ্যাফেয়ার নাই । এভাবে করে যখন সময় চলে যাচ্ছিল তখন তার কিছুদিন পর সে আমাকে বলে যে আমাকে সে তার ভাল বন্ধু হিসেবে পেতে চায় । এটা কোন সমস্যা না । আমি রাজি হই ।

সে খুশি হয় । এরকম করেই তার সাথে আমার চ্যাট চলতে থাকে । হুট করে সে আমাকে বলে - সেঃ আচ্ছা, আমরা কি একটু বেশি কথা বলে ফেলছি ?? আমিঃ কই, আমার তা মনে হয় না । সেঃ না, আসলে আমরা একটু বেশি কথা বলছি । এটা ঠিক না ।

আমিঃ (অবাক হয়ে) কেন কি হয়েছে ?? সেঃ আসলে আমাদের এখন থেকে ৪ দিন পর পর যোগাযোগ রাখা উচিত । আমিঃ (অবাক হয়ে) মানে কি ?? সেঃ এটা তোমার আর আমার ২ জনের জন্যই ভাল হবে । আমিঃ কিছুক্ষন চুপ । সেঃ কি হল, কিছু বলো । আমিঃ কি বলব? আমি বুজতে পারছি না তুমি ৪ দিন পর পর যোগাযোগ করতে চাও কেন ? আমি তাকে বলি যে দেখ , আমার friend লিস্ট এ যারা আছে মোটামোটি সবার সাথে আমার যোগাযোগ হয় ।

এটা একটা নরমাল ব্যাপার । সবার সাথে আমি যোগাযোগ রাখি না বা পারি না । যাদের সাথে আমার খাতির বেশি বা যাদেরকে আমার ভাল লাগে তাদের সাথেই আমি যোগাযোগ রক্ষা করে চলি । সেটা যদি প্রতিদিন হয় তাহলেও আমি তা করি । শুধু hi, hello, how r u?? এটা বলেও তাদের সাথে যোগাযোগ রক্ষা করা যায় ।

এরকম ভাবে তাকে আমি বুঝিয়ে বলতে থাকি । সেঃ না তারপর ও । তুমি এটা মেনে নাও । আমিঃ (অনেকক্ষন চুপ থেকে ; মেজাজ তখন খারাপ হচ্ছে আর হাসি ও পাচ্ছে ) ঠিক আছে । আমি এটাও বলি যে দেখ তুমি পারবা না এটা করতে ।

সেঃ তোমার সাথে তো আমার এমন কোন সম্পর্ক হয় নাই যে পারব না । আমিঃ আরে , আমি কি সেটা বলেছি !!! আজব । পরে উপরের কথাগুলোই তাকে আবার বুঝিয়েছি । এভাবে করেই তার সাথে সেদিন আমার কথা শেষ হয় । পরের দিন unfortunately, সে আমাকে নক করে ।

আমি অনেক পরে তাকে রিপ্লাই দেই । এতে সে আমাকে বলে আমি নাকি ভাব মারা শুরু করেছি । দেমাগ হয়ে গিয়েছে আমার । এসব কথা । পরে তাকে বলি যে ফেবু তে থাকলেও আমি পি সি এর সামনে ছিলাম না ।

পরে সে ভুল বুঝতে পেরে সরি বলে আমাকে । সেদিন তার সাথে আমার শেষ চ্যাট হয়েছিল । সেদিন সে আমাকে এসেই একটা প্রশ্ন করে । আমার কাছ থেকে জানতে চায় যে আমি বুজতে পেরেছি কি না , কেন সে তার সাথে ৪ দিন পর পর যোগাযোগ করতে বলেছে ? হ্যা অথবা না । আমি তাকে বলি যে - না ।

তার মানে হল আমি বুঝতে পারছি না তার এমন করার কারণ । (আসলে আমি কিছু টা হয়ত আচ করতে পেরেছি) তারপরও তাকে জিজ্ঞেস করি - কেন বলেছ ? আমাকে বুঝায় বল । সে এই ব্যাপারটা তখনই এড়িয়ে যায় । যা আমকে একটু অবাকই করে । ভাই আর বোন সকল, আপনাদের কাছে জানতে চায়, তার এমন অদ্ভুত আচরণ করার কারণ কি ???? সে আসলে কি চায় ???



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.