কয়দিন ধইরা খেয়াল করতাছি, ত্রিভুজ লগআউট হইলেই ঘোড়ার ডিম লগইন করে। এর আগে হোসাইন কিছু মিল দেখাইছে ত্রিভুজ আর ঘোড়ার ডিমের মইধ্যে। আমিও দুইখান মিল দেখাই।
১. পিয়াল মুক্তিযুদ্ধের লেখা কপি-পেস্ট করে, তার কোন মৌলিক পোস্ট নাই, এই বয়ান ছাড়তে ছাড়তে ত্রিভুজ মুখে ফেনা তুলছে অনেক। এখন সেই ফেনা তুলতাছে ঘোড়ার ডিম।
২. রিসেন্ট পোস্টে ঘোড়ার ডিম পিয়ালরে অরপি আপু কইয়া সম্বোধন করছে, যেটা ত্রিভুজ বেশির ভাগ সময়ই কইরা থাকে। এইটা আসলে দোষের কিছু না। তার তো অনেক বোন আছে এইখানে। নাতাশা, মুন .....। কাঙ্গারুর কাছে একবার লাথি খাইছিলো বইলাও শুনছিলাম।
হের লাইগা দুধের স্বাদ ঘোলে মিটাইবার পারে।
তয় মজার বিষয় হইলো, পোস্টের নীচে লেখা দশ-বারো খান নিক লইয়া ফাল পাড়ার কথা। সেই ফাল অহন ঘোড়ার আন্ডা পাড়তাছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।