আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় তরুণরা বাইসাইকেল চালাতে উৎসাহী হচ্ছে

ঢাকায় তরুণরা বাইসাইকেল চালাতে উৎসাহী হচ্ছে জেনে খুশি হলাম! আমি দশ বছর আগে ঢাকায় একটানা দুবছর সাইকেল চালিয়েছি,অনেককে উদ্বুব্ধ করেছিলাম, দুএকজন সাইকেল কিনে চালিয়েছে ! তবে,প্রথমে অফিসে সহকর্মীদের বাছ থেকে পেলাম ধাক্কা-"অফিসের পিওন চালায় মটরসাইকেল আর কর্মকর্তা চালায় সাইকেল", এর পর প্রতিবেশীরা তাকাতে লাগল বাঁকা চোখে ! এরপর আত্মীয়স্বজনের মধ্যে গুঞ্জন! মানুষের মানসিকতা! সবমিলে ব্যর্থ হলাম ! তবে সাইকেল চালালে শরীর-মন বেশ ভালো থাকে । পরিবেশের জন্য ভালো, অর্থনেতিকভাবেও সাশ্রয়ী। তরুণরা এগিয়ে এলে এই আন্দোলন সফল হতে পারে। মনে হয় আবারও সাইকেল চালাই ! সফল হোন আপনারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।