মন্তব্য করলে খুব খুশী হই, সময় পেলেই সবার মন্তব্যের জবাব দেব ।
আমি ঢাকায় লাইনড লেভেলড এলিভেটেড ম্যাগওয়ে চাই । ম্যাগলেভ প্রযুক্তি তে যেমন শূন্যের উপর ট্রেন চলে, অনেক টা তেমন । তবে তাতে কোন রেল লাইন থাকবেনা । নির্ধারিত রাস্তার উপর শূন্যে নির্ধারিত সর্বোচ্চ গতিতে লেভেলে লেভেলে ছোট বড় গাড়ী গুলো চলবে ।
কার্টুন চরিত্র গুলো কে যেমন আমরা রকেট চালিত ছোট ছোট বাহন গুলো ছুটে চালিয়ে যেতে দেখি ।
এর বৈশিষ্ট গুলো হবে ঃ
1/গাড়ী গুলো নির্ধারিত কোন লাইনের উপর চলবেনা ।
2/ একেক লেভেলের একেক গতি নির্ধারিত থাকবে ।
3/এতে রাস্তাকে মানে ভূ পৃষ্ঠ বা পৃথিবী কে ম্যাগলেভের বেজ হিসেবে ব্যাবহার করা হবে ।
..................................ইত্যাদি ইত্যাদি ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।