আমাদের কথা খুঁজে নিন

   

আমি যে ঢাকায় থাকতে চাই 8

মন্তব্য করলে খুব খুশী হই, সময় পেলেই সবার মন্তব্যের জবাব দেব ।

ফুট ওভার ব্রীজ গুলোতে সিড়ি ভেঙ্গে উঠতে আমার খুব বিরক্ত লাগে । ওভারব্রীজ গুলোতে লিফট অথবা এসকালেটার লাগাালেই আরামে রাস্তা পার হতে পারি । পাবলিক টয়লেটের মতো লিজ দিলে ও গুলোর রক্ষনাবেক্ষনও তারাই করতে পারবে । শুধু লিফট অথবা এসকালেটারই নয়, লম্বা ওভার ব্রীজ হলে, তাতে কনভেয়ার বেলটও থাকতে হবে ।

যেমন নিউ মার্কেটের ওভারবীজ টা অনেক লম্বা, ওটাতে বেলট দেয়া যেতে পারে । কোন কোন জায়গায় রোপ ওয়েও ব্যাবহার করা যেতে পারে । যেমন ধানমন্ডি বা গুলশান লেক অথবা ক্যান্টনমেন্ট (কচুক্ষেত - বনানী) পাড়াপাড় ইত্যাদি । তবে পাশাপাশি অযান্ত্রিক ওভার ব্রীজ গুলোও রাখতে হবে যাতে শারিরিক বা আর্থিক কারনে হেটে পার হতে চাইলে যাতে পারা যায় । ঢাকায় আমারই মতো যারা এক্কেবারে খালি পকেটে ঘুরে বেড়ায় তাদের কয়েক জনকে পাড় করার সিস্টেম রাখলে ভাল হয় ।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।