চুপিচুপি চলে আসলাম ঢাকায়। এইবার সবাইরে ত্যাক্ত করার সময়ঃ) রেডী থাকেন জনগণ!
সংসদ ভবন পার হবার সময় দেখলাম ফার্স্টক্লাশ খাবারের দোকান। হয়তো আগেই ছিল, আমিই খেয়াল করি নাই। নাম হল ইয়ান তুন খাইজান! দেখে হেবী হিংসা হল। যাই হোক, এখন থাকলো আমার ওয়েবসাইট। !@@!609407 !@@!609408 !@@!609409
বাই দা ওয়ে, আমার মনে হলো যে, জিয়া বিমানবন্দরে একটা সাউন্ডপ্রুফ রুম থাকা দরকার, যারা বহুদিন দেশের বাইরে কাটিয়ে আসার পরে দেশের বাতাস পেয়েই মনের ভেতর ভাবের যে প্রচন্ড বিস্ফোরণ ঘটে, সেটাকে চেপে রেখেই সবাই বাসায় চলে যান। আমার মনে হয়, এরকম একট সাউন্ডপ্রুফ রুমে দশ মিনিট সময় দিলে অনেকেই অসম্ভব সব অনুভূতি প্রকাশ করবে। কেউ ঘর ফাটিয়ে কাঁদবে, কেউ পুরো দশ মিনিট বাংলায় চিৎকার করবে, আর কেউ গলা ফাটিয়ে গাইবে। ভালো থাক মানুষজন, তোমাদের এই নগরীতে আবার আমি উপস্থিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।