আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় আছি-০১

পাখি পর্ব চলছে

শুরু করি ভূমির নামে। বঙ্গভূমি। মজাটা হচ্ছে 'বঙ্গ' মানে বাংলা, বাংলা ভূখণ্ড। আমাদের দেশ। কিন্তু হরিচরণ বন্দ্যোপাধ্যায় তার অভিধানে বঙ্গ শব্দের অর্থে বলেছেন কার্পাস, বঙ্গদেশ।

তিনি বলেছেন, বালিরাজের পুত্র বঙ্গের অধিকারে স্থিত দেশ বঙ্গ (মহাভারতের মতে)। তিব্বতীয় 'বেনস' (bans) (অর্থাৎ জলময় স্যাঁতসেঁতে) শব্দ থেকেও বঙ্গ শব্দ উৎপন্ন হতে পারে বলে তিনি ধারনা করেন। (পৃ.১৪৪২) হরিচরণ বন্দোপাধ্যায়ের অভিধানের ১৪৮৯ পৃষ্ঠায় পাওয়া যায়, বঙ্গান্ শব্দ থেকে বাঙ্গাল, বাঙ্গালা সহজেই হতে পারে। তাঁর কথায় জানা যায় তাঞ্জৌরে একাদশ শতাব্দিতে উৎকীর্ণ প্রশস্তীতে 'বঙ্গণম' পদ পাওয়া যায়। বঙ্গ+আল>বঙ্গাল>বাঙ্গাল এভাবেও বাঙ্গাল শব্দটি হতে পারে।

আর বাঙ্গালী (বাঙালি/লী) শব্দটির অর্থ আমরা পাই, 'বঙ্গ যাহার স্বদেশ ও যে বঙ্গ ভাষাভাষী। ' (পৃ. ১৪৮৯) এবং বাঙলা, বাঙ্গালা, বাংলা শব্দটির অর্থ বঙ্গদেশ, বঙ্গ ভাষা। বাংলা এই শব্দটির উৎপত্তিতে তিনি একটা গল্প শুনিয়েছেন আমাদের। গল্পটি হচ্ছে, 'বেনগালা' (Bengala) নামে এক পর্তুগিজ বণিক 'বাঙ্গালা' দেশে বুড়িগঙ্গার তীরে বাণিজ্য করতে আসেন। তার নামানুসারে এই স্থান বেঙ্গল বলে কথিত হয়।

এবং সেখান থেকে প্রদেশের নাম (ব্রিটিশ আমলে বা তারও আগে) হয় বাঙ্গালা। (হরিচরণ বন্দোপাধ্যায়-বঙ্গীয় শব্দকোষ-২য় খণ্ড; সাহিত্য আকাদেমি-২০০৪-৬ষ্ঠ মুদ্রন/কোলকাতা) তো এই আমি বঙ্গবাসী, ইংরেজী বছরের মাঝামাঝি ১৯৮০ সালে আমার দাদুর বাড়িতে (নানার বাড়ি) দিনাজপুরে জন্মগ্রহণ করি। বাপ-মায়েরই শুধু নয় বাপের এবং মায়ের দুই গুষ্টিতেই আমি বড় সন্তান। বোঝাই যায় আমার অবস্থান। আমি বড় হতে থাকি।

(ক্রমশ)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।