আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় ডোরমেন: ২

এ লড়াইয়ের সঙ্গে জড়িয়ে আমার যুদ্ধাপরাধ ডোরেমনের মাথায় ঘুরতে থাকা পাখাটা যেন ঢাকার জ্যামের জন্যই তৈরি। অন্তত ঢাকায় এসে এর গুরুত্ব হাড়ে হাড়ে বুঝতে শুরু করলো ডোরেমন। ব্যস্ততম নগরীর মধ্যেই বিশাল এলাকাজুড়ে গ্রাম দেখে অবাক হলো সে! জাহাঙ্গীর গেটে নগরীর দিকে তাক করা সবুজ ট্যাংক দেখেতো চক্ষু ছানাবড়া! কাকে ভয় দেখাতে এই শো-ডাউন, আগামাথা কিছুই বুঝলো না রোবট বিড়াল। উন্নয়নের তা-বে যে শহরে গুইসাপ বিলুপ্তপ্রায়, সেই শহরের মাঝখানে বিশাল পরিত্যাক্ত রানওয়ে। প্রায় ৫শ বানর থাকে ওই রানওয়ে জঙ্গলে।

আর রাত গভীর হলে এখনও শিয়াল ডাকে সেনানিবাসে। ডোরেমন ভালো করেই জানে, জাপানিরা এই তেজগাঁও বিমানবন্দর ঘেঁষে মেট্রোরেল বানানোর প্রস্তাব দিয়েছিল। বিমানবাহিনীর আপত্তিতে বিষয়টি ঝুলে গেছে। ঘুরতে ঘুরতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে এক ট্রাফিক সার্জেন্টের খপ্পরে পড়লো ডোরেমন। পাখাটার লাইসেন্স দেখতে চায় পুলিশ।

(চলবে) ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।