আমাদের কথা খুঁজে নিন

   

আমার ঈশ্বর ও মুহাম্মাদে ভক্তি নাই!

আমার ঈশ্বর ও মুহাম্মাদে ভক্তি নাই! ঈশ্বর ও মুহাম্মাদে আত্মসমর্পণ ও ভালোবাসায় সৃষ্টির কল্যানে শক্তি আছে আমার। আমি ভক্তিমান নই! বিশ্বাসে শক্তি আর ভালোবাসা আছে আমার। আমি অন্ধ নই! আমার আত্মা অন্ধ নয়, আমার বিবেক বদ্ব নয়, আমার বোধ-বিবেচনা পশুর নয়। হ্যা, আমি অন্ধ! প্রকৃতি যেইরুপ অন্ধভাবে একটি সক্রিয় সত্ত্বার ল(law) মেনে সুশৃঙ্খল, নির্মল, সুন্দর এতো এতো এত। আমি সেইরুপ অন্ধ। আমি প্রকৃতির সন্তান আমি প্রকৃতির মত। আমি ভক্তিমান গোঁড়া নই, আমি নমরুদ, ফিরআউন, আবু জাহেল, ইয়াজিদ, নরেন্দ্র মোদী, কামাল পাশা, মুজিব, গোলাম আজম, তসলিমা কিংবা মুক্তমনা পশু নই। আমি. . . ! অমৃতের সন্তান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।