আমার একজন প্রিয় ব্লগার হোরাস্ এর আইনস্টাইনের অপ্রকাশিত 'ঈশ্বর চিঠি' এবং সকল ভ্রান্তির অবসান ! শিরোনামের পোস্ট টা পড়লাম। তাকে অনেক ধন্যবাদ এরকম চমৎকার একটা লেখা ব্লগে প্রকাশ করার জন্য। তবে দুঃখ লাগলো এটা ভেবে যে আইনস্টাইনের ভাবনার সাথে আমার ভাবনা ( )মিলল না!!! অবশ্য কোথায় আইনস্টাইন আর কোথায় আমি! তয় কানে কানে কই আমি কিন্তু নিজেরে আইনস্টাইনের চেয়েও একধাপ উপরের মানুষ ভাবি , মানে হেই বেডা রিলেটিভিটি নিয়ে অনেক কাম করছে মানি, কিন্তু ঈশ্বরের কাছেও যাইতে পারে নাই(!) , কিন্তু আমি ঈশ্বরের কাছাকাছি গিয়েছি বেশ কয়েকবার, মানে আমি ঈশ্বরের অস্থিত্বে ১০০% বিশ্বাসী। যেমন এক্সিডেন্টে আমার পাশের লোকটা স্পট ডেট, আর আমার পা ভেংগে গেলো, কিন্তু বছর খানেক ট্রমা সেন্টারে কাটিয়ে এখন ফুটবলও খেলি, মানে সামান্যর জন্য ঈশ্বরকে মিস করলাম সত্যি কিন্তু বেঁচে গেলাম। এরকম অনেক বার হয়েছে, কিন্তু বেঁচে গিয়েছি ঈশ্বরের দয়ায়, আর সেজন্য মাবুদকে কৃতজ্ঞতা জানিয়েছি মনে মনে। জানি এটা শুনে হাসতেছেন আর ভাবতেছেন পাগল আর কারে কয়! আমিও যখন বেশ সুখে স্বাচ্ছন্দে থাকি , মানে কোন ঝামেলা টামেলা থাকেনা , তখন আমার ঈশ্বর ভাবনা অনেকটাই আইনস্টাইনের মতোই হয়ে যায়। কিন্তু যখণি বিপদে পড়ি বা মা-বাবার যখন হার্ট এটাক হওয়ার ফলে হসপিটালের আই,সি, ইউ এর সামনে দাঁড়িয়ে থাকি , তখন ঈশ্বরকে আমার খুব কাছের কেউ মনে হয় এবং ভাবনাটা আইনস্টাইনের মতো না হয়ে , আমার মতো হয়ে যায়!!! অবশ্য বিজ্ঞানে আমার জ্ঞানের প্যারামিটার কত নিম্নে তা নীচের অংশটুকু পড়লেই বুঝতে পারবেন ..........যেমন ,পরীক্ষার খাতায় নিউটনের তৃতীয় সূত্রের ব্যাখ্যা লিখতে গিয়ে ( মানে মুখস্থ ছিলো আর কি, কোনদিন কিছু বুঝে লিখেছি বলে মনে পড়ে না , অবশ্য জাফর ইকবাল কয় মুখস্থ বিদ্যা ভালা না, তয় তখন জাফর ইকবাল নামে কোন টিচারকে চিনতামও না , শুধু দিপু নাম্বার টু এর লেখক জাফর ইকবাল সেটা জানতাম বিশ্ব সাহিত্য কেন্দ্রে যাবার সুবাদে ) ক্রিয়া-প্রতিক্রিয়া ভুলে গিয়ে কেবল ক্রিয়াটাই লিখেছিলাম , ফলাফল বিজ্ঞান স্যারের বেতের প্রতিক্রিয়া এখনো পিঠে ঠের পাই সুতরাং নিউটনের থার্ড ল যে আমি ঠিকমতো বুঝি নাই, সেই আমি আইনস্টাইনের ঈশ্বর ভাবনা বুঝে ফেলবো, ততটা জ্ঞানী আমি নই সেটা আমি বেশ বুঝতে পারছি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।