আমাদের কথা খুঁজে নিন

   

ঈশ্বর এবং আমি ০২



প্রিয় ঈশ্বর, গতকালকে আপনাকে একটা চিঠি লিখেছিলাম; সেখানে আমি আপনাকে অনুরোধ করেছিলাম, আমার ভোটার আইডি"র ছবিটার কোন ব্যবস্থা করে দোওয়ার জন্য। আমার মনে হয় আপনি খুব ব্যস্ত সময় কাট্চ্ছ; কেননা একদিন হয়ে গেল আমার ছবিটার কোন ব্যবস্থা আপনি করেননি। আমি কিন্তু বড় আশা করে আছি! আজকে আপনাকে আর একটা নতুন যন্ত্রের যন্ত্রণার কথা বলবো এবং স্বাভাবিকভাবে ব্যবস্থাও নিতে অনুরোধ করবো। আপনি তো জানেন, আমি প্রায় প্রতি সন্ধ্যায় শাহবাগ মোড়ে আড্ডা দিতে যাই; সেখানে আড্ডা দিতে আমার বেশ লাগে। কত কত বিখ্যাত, অখ্যাত, কুখ্যাত মানুষের সাথে কথা হয়, দেখা যায়, আবার গালিও দেই।

চা ফুকিয়ে বিড়ি উড়িয়ে দেশ ও জাতির জাত-ধর্ম সব উদ্ধার করে ফেলি। কিন্তু এই সবের মাঝখানে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইয়া বড় একটা টেলিভিশন। শাহবাগ মোড়ে জাদুঘরের সামনে বিশাল এক টেলিভিশন লাগানো হয়েছে; আর সেটা উদ্বোধন করেছের মাননীয় ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী (শালার তো খায়েদায়ে কোন কাজ নাই, তাই না ঈশ্বর)। ঈশ্বর, প্লিজ, আপনি একটা ব্যবস্থা নেন, খুবই দ্রুত। আমরা আর পারছি না।

আমাদের আড্ডার বারোটা বাজিয়ে ওই যন্ত্রটা আমাদের প্রচুর যন্ত্রণা করে। আমরা শান্তু প্রিয় জাতি হিসেবে একটু শান্তিতে আড্ড দিতে চাই। আপনি খুব দ্রুতই একটা বড় ব্রজপাত দিয়ে ওই যন্ত্রটা অকেজো করে দেন। খুব দ্রুতই কিন্তু... আপনার বন্ধু সুত্র সাহা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।