আমাদের কথা খুঁজে নিন

   

গন্তব্যহীন পথ চলা ।

^:^ গত কয়েক দিন যাবত মনটা খুব খারাপ। নিজেকে বড় অসহায় মনে হচ্ছে এই পৃথিবীতে। তবে ঠিক কি কারনে তা আমি নিজেও জানি না। কেন জানি নিজেকে বড় একা মনে হচ্ছে কিন্তু আমি যে সব সময় একা থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। একাকীত্ব জগৎ আমার ভীষণ ভাল লাগে।

সেই ছোট বেলা থেকে একাকীত্ব জগৎ ছিল আমার সংঙ্গী আমার সর্বক্ষণের সাথী। দেশের বাহিরে আছি অনেক গুল বছর পেরিয়ে গেল। এখানেও আমাদের দেশি কারো সাথে খুব ভাল পরিচয় বা সম্পর্ক নাই আমার সাথে। তাই বছরের বেশির ভাগ দিন গুল পার হয়ে যায় একাকী। সকাল থেকে সন্ধ্যা রুটিন বাঁধা জীবন।

গত কয়েক দিন যাবত মনটা খুব ভাল নেই। মাঝে মাঝে এমন হয়। একাকীত্ব বা সমসাময়িক কিছু ঘটনাবলী যা কারো সাথে শেয়ার করতে গিয়েও যেন আর বলা হয় না। আসলে বলতে পারি না অথবা নিজেকে নিজের মাঝে গুটিয়ে ফেলি। কি জন্য এমন হয় তা আমি জানি না।

মাঝে মাঝে জীবন টাকে ভীষণ এলোমেলো মনে হয়। অগোছালো হয়ে পরে জীবনের সব ভাবনা গুল। কিছু দিন যাবত কারো সাথে কথা বলতে ভাল লাগে না। প্রিয় আত্মীয়-স্বজনদের কাছেও ফোন করা হয় না। কেমন জানি হয়ে যাচ্ছি আমি।

মনে হয় জীবনের ভাল লাগার অংশ গুলো কমে আসছে। জানি জীবনের হাজারো ব্যর্থতা, মন কষা-কষি, চারপাশের দুনিয়ার অনেক ঘটনা প্রায় মনটাকে অস্থির করে তোলে। তবুও পথ হাঁটছি অবিরাম শুধুই হেটে চলেছি। মাঝে মাঝে থেমে যেতে চায় আমার অনিশ্চিত পথচলা। তারপরও আমি হেটে চলি বন্ধুহীন ভালবাসাহীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।