আমি ঝঞ্ঝা,আমি ঘূর্ণি আমি পথ সমুখে যাহা পাই যাই চূর্ণি অনেক সময় অনেক কিছু ভাবতে ভালো লাগে, আর হঠাৎ করে যখন সেই চিন্তা বাস্তবে রুপ নেয় তখন আনন্দের আর সীমা থাকে না ৷ বাস্তবিক চিন্তা ভাবনা করতে কার ভালো লাগে ৷ বড় হতে সবাই চায়, কিন্তু সেই বড় হওয়ার পিছনে সাধনা বা কষ্ট আমাদের চিন্তার সীমারেখাই কখনও আবর্তিত হয় না, আর হলেও চিন্তার জগত সেটা নিয়ে চিন্তা করতে চায় না ৷ যাই হোক চিন্তা নিয়ে এত চিন্তিত হতে এখন ইচ্ছে করছে না, কিছুটা হতাশা আর শূন্যতা নিয়ে আমি এখন বসে আছি রেল লাইন এ ৷ হতাশা আর শূন্যতা কেন বা কি কারণে আমাকে ঘিরে রেখেছে তার কোন কারণ খুঁজে পাচ্ছি না যুক্তি দিয়েও মেলাতে পারছি না বলে অসহ্য লাগছে ৷ বিষয়টা এমন যে দুই এ দুই এ যোগ করলে চার হয় আমি জানি, কিন্তু অঙ্ক মেলাতে পারছি না ৷ প্রতিদিন বিকাল এ আমি এখানে আসি ৷ভালো লাগলে রেল এর লাইন ধরে কিছুক্ষণ হাঁটি, ভালো না লাগলে আকাশ এর দিক এ তাকিয়ে বসে থাকি ৷ সামনে স্কুল এর মাঠ এ ছেলেরা ক্রিকেট খেলে ওদেরকেও মাঝে মাঝে দেখি ৷ আজ অবশ্য ওরা আসেনি ৷ আকাশ এ অনেক মেঘ ৷ দুপরে এক পশলা বৃষ্টিও হয়েছে ৷ আমি বসে আছি আকাশের দিক এ তাকিয়ে, মেঘলা আকাশ দেখতে ভালো লাগে না উদাস মন আরও উদাস হয়ে যায় ৷ কিছু ভালো লাগছে না, পকেট এ একটাই সিগারেট ওটাকে ধরাবার জন্য পকেট এ হাত দিয়ে দেখি ম্যাচ নাই! কি আর করা একটা দোকানের সন্ধানে বের হলাম ৷ কিছুটা হাঁটতেই একটা দোকান পেয়ে গেলাম ৷ দোকান থেকে সিগারেট টা ধরিয়ে আমি টানছি ৷ রেল লাইন এর পাশেই এই দোকানটা ৷ আশে পাশে অনেক বস্তি ৷ বস্তির ভিতর থেকে পুরানো দিনের হিন্দি গান শোনা যাচ্ছে, পাশেই এক শিশু যার নাক দিয়ে অবিরাম পানি ঝরছে , কিছক্ষণ এর ভিতর কোথা থেকে একটা আওয়াজ কান এ আসতে লাগলো ৷ আওয়াজ টা ক্রমেই নিকটবর্তী হতে লাগলো ৷ কিছুক্ষণ পর দেখি একটা উলঙ্গ পাগল দোকানে প্রবেশ করলো, তার পিছনে অনেক পিচ্চি পোলাপান দোকানদার পিচ্চিদেরকে এক ধমক দিয়ে তাড়িয়ে দিলো ৷ পাগলঃ ওই একটা বিস্কুট দে ( দোকানদারকে ধমকের সুরে)৷ দোকানদার কোন বাক্য বিনিময় না করেই তাকে বিস্কুট দিয়ে দিলো ৷ তার ভাব দেখে মনে হল সে এই পাগলকে চেনে ৷ আমি আমার মত সিগারেট টানছি, পাগল তার নিজের লিঙ্গ ধরে টানছে আর বলছে, রসের খনি কিসের জন্য তোমার এত রস? অকারণেই কর ফস ফস!! দোকানদার মুখ লুকিয়ে হাসছে, পাগল এবার আমার দিকে তাকাল আমি খানিকটা ঘাবড়ে গেলাম। আমার থেকে দুই হাত দূরে দাঁড়িয়ে পাগল বলে,ওই বিটা নাক দিয়ে বিড়ি টানতে পারো? আমি না সূচক মাথা নাড়লাম ৷ পাগলঃ বিড়িটা দাও দেখাই, মখলেসের মা তো চুল দিয়ে বিড়ি খাইতো পানিতে ডুবে হিজড়া টা মরে গেলো ৷ কোথাকার পানি কোথায় যাচ্ছে আমি কিছুই বুঝলাম না , পাগল কে সিগারেট টা দিলাম পাগল সিগারেট নিয়েই আমাকে বলে,গাধা তুই ত বড় পাগল, কাশেম এর মত, বলেই সিগারেট টা নিয়ে পাগল দিলো দৌড় ৷ আমি কিছুই বললাম না , কিছুক্ষণ পর আবার চিৎকার এবার চিৎকার টা আগের থেকে জোরালো এবং পরিণত অনেক গলার আওয়াজ ৷ আমি দোকান থেকে বের হয়েই একটা ট্রেন কে যেতে দেখলাম ৷ কিছুটা দূরে অনেক লোকের জটলা তাদের ভিতর কেউ বলছে,আহা কত ভালো লোক ছিল! কাওরে কিছু বলত না, নিজের মতই থাকত ৷ বুঝতে আর বাকি রইল না কিছু, আমি আর ভিড় ঠেলে সামনে এগুলাম না ৷ জটলার পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক শিশুর চিৎকার, আম্মু আমার পা পুড়ে গেছে! শিশুটির মা দৌড়ে এসে শিশুটিকে কোল এ তুলে নিয়ে বলল, কোন বেআক্কেল লোক যে সিগারেট খেয়ে না নিভিয়ে চলে গেছে ৷ আমি হাটার গতি দ্রুত করে সেখান থেকে চলে আসলাম ৷ আসার সময় ভাবছি কি কারণে লোকটা এই কাজ করলো? তার মনে কি অনেক কষ্ট? আমার মনেও ত অনেক কষ্ট আমি কেন পারলাম না তার মত এই কাজ করতে? গোধূলির আলো মেঘের কারণে বের হতে পারছে না, তবে আমি জানি কাল ঠিকই গোধূলির আলো মেঘ ভেদ করে বের হয়ে আসবে, না হলে হইত পরশুদিন আসবেই, তবে আসবেই; আমি হেঁটে যাচ্ছি আর আমার কান এ বাজছে, “রসের খনি কিসের জন্য তোমার এত রস? অকারণেই কর ফস ফস ৷”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।