একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।
লিখছি।
লিখতে লিখতে মনে হলো হঠাৎ।
এর উৎস কিঙবা গন্তব্য কোথায়। এ মূহূর্তে ঠিক আমার ভাবনায় নেই।
ঠিক জানি একটি নদীতে আমার পা পড়ছে। কাশফুলের ভিতর আমি যাচ্ছি গিয়ে।
কল্পনার চতুরঙ্গে অনেকের নাম শরীর-মনের ভিড়ে দাঁড়িয়ে যাচ্ছে ক্রমশঃ।
তবে কাউকে সঙ্গী হিসেবে নয়। একদা আমার মন হারায়েছে নদীর বুকে।
ব্যস্ত চারিদিক। কেবল আমি নিসাড়গ একজন অলস গৌধূলিক্ষণে মাড়িয়ে যাচ্ছি কোনো ভাবনা ছাড়া।
নিরুদ্দেশ পথে, বিরতীহীন যাত্রা . . .
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।