আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে মহাজোট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে : তোফায়েল আহমেদ

ভালো। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করবে মহাজোট। এ সময় নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। কমিশনের হাতেই নির্বাচন পরিচালনার সব ক্ষমতা থাকবে। আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও প্রমাণ করেছে নির্বাচন কমিশনের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব। শনিবার ভোলার ভেদুরিয়া ও চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এলাকার উন্নয়নের জন্য মন্ত্রী হতে হয় না। বিরোধী দলে থেকেও কাজ করা যায়। ভেদুরিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশে সাবেক প্রধান শিক্ষক আওয়ামী লীগ নেতা তাজল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সম্পাদক জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা অওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশারেফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম নকিব, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এনামুল হক আরজু প্রমুখ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.