আমাদের কথা খুঁজে নিন

   

*****"রাস্তার জীর্ন হাড়গুলি"*****(দায়িত্ববানরা সমস্বরে আওয়াজ তুলুন)

যখন তুমি হাঁট ঐ রাজ পথ ধরে পরে সাহেবী পোষাক, একদল ক্ষুধার্থ রুগ্ন শিশুর- কান্না থেমে যায় , শুনে তোমার জুতোর খট খট আওয়াজ । তুমি কী দেখনি তাদের বুভুক্ষ মায়াময় ভয়ংকর দেহখানি ? দেখেছ ঠিকই, করবে না স্বীকার, তা আমি জানি । যে রঙ্গিন চশমার কাঁচ দিয়ে তোমরা রঙ্গিন আনন্দ দেখ, পাবেনা দেখতে করুন দৃশ্য- ঐ কাঁচ দিয়ে, মনে রেখ । মায়া কী হয়না তোমাদের ওগো , আসে নাকো দিলে দয়া, ছুঁড়ে ফেলে দাও রঙ্গিন চশমা করে তাদের এতটুকু মায়া। দেখ তাকিয়ে পেটখানি তাদের শুকিয়ে গেছে হায়, বল নাই দেহে এতটুকু- তব, নিদারুন পেটের ক্ষুধায়। হাড় গুলি যেন বেরিয়ে আসবে এখনি চামড়া ফুঁড়ি , তবুও তাদের মুখ পানে চেয়ে কেউ দুমুঠো অন্ন দেয়না তুলি। কঠিন রোগেও পায়না পথ্য, শিক্ষা মরিচিকা, হন্য হয়ে ঘুরে ফিরে যায়, নাইকো স্থায়ী ঠিকানা । এমনি করিয়া বাড়ছে যারা নোংড়া রাস্তার ঐ ধারে, কেমন করে তারা হবে বল মানুষ- হয়েছে কী কোন কালে ? সইতে না পেরে ক্ষুধার জ্বালা জ্বরা রোগ ও শোকে, করছে তারা অন্যায় কার্য, যাচ্ছে সন্ত্রাস পথে । এমনি হাজারো প্রশ্ন আছে উত্তর নেই যার, উত্তর আর কে দেবে বল- করবে কে প্রতিকার ? ওহে নেতারা সত্যি যদি চাও দেশের উন্নয়ন, দল মত ফেল, তাদের বুকে তুলে নাও, মেলে ধর দু নয়ন ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।