যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। ফ্যাকাশে ঠোট রাখা হয়নি এখনো মৃত্যুর ঠোটে, জেগে বসে ভাবছে, ফেলে দেওয়া স্বপ্নগুলো, করছে আজও ধাওয়া- জীবন্ত হয়ে বারেবারে ছুটে আসে ইনসমনিয়া, মধ্যরাত্রি অথবা সাজানো বিছানা। ফুল কুড়নো ছোট্ট মেয়েটি তুলতে যেয়ে স্বপ্নগুলো, ভয় পায়, চিৎকার করে ওঠে, কালো রঙের সাপগুলো এখন প্রবলভাবে নীল হাসি হেসে মাথা কুটে মরে। প্রতিটা ঘুমই একটা মৃত্যু- জানা আছে তার, তাইতো সে ঘুমিয়ে পড়তে চায় স্বপ্নগুলো ঝেড়ে ফেলে বারবার- ফেলে দেওয়া ফুলগুলো, কুড়িয়ে নিতে যেয়ে শিশুটি ভয় পায় তারস্বরে চিৎকার করে। মধ্যরাত্রি অথবা ইনসমনিয়া- আছে সাজানো বিছানা। কালো সাপগুলো দীর্ঘশ্বাস ফেলে অপেক্ষা করে, তারই মতো। কারন সে জানে, প্রতিটা ঘুমই একটা মৃত্যু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।