আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিটা হোঁচট আমাকে আরও বিনয়ী হবার শিক্ষা দেয়।

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়। এখানে হোঁচট মূলত প্রতিকার্থে ব্যবহৃত। আম্মুর সাথে কোন বিষয়ে বেয়াদবি করলাম, বা আব্বুকে কিছু মনে মনে বললাম, সাথে সাথে চেয়ারের সাথে, নয়তো ফ্রিজের কোনায়, নয়তো হাতের কনুইতে, নয়তো ব্রাশ করার সময় মাড়িতে কোথাও না কোথাও একটা খোঁচা খাবোই। এবং তা মূলত আমাকে আমার করা অন্যায়টা উপলব্ধি করতেই পেতে হয়। আমি সাথে সাথেই বুঝি যা করছি অনেক খারাপ করে ফেলেছি।

তার পর আম্মুর কাছে যেয়ে মাফ চাই বা আম্মুর সাথে দুষ্টামি করি। আম্মু ভুলে যান, আমি কি করেছিলাম। আসলে মা রা এমনই। কৃত কর্মের জন্য অনুশোচনায় ভোগা মানুষকে সবাই পছন্দ করে। একটা সময় ছিল যখন কোন কিছু চাইলে যদি না পেতাম তখন খুব খারাপ লাগতো, আব্বু আম্মুর উপর রাগ করতাম।

মনে আছে, আমাকে এসএসসির পর কম্পিউটার কিনে দেবার কথাছিল, কিন্তু তারা দেন নি, বলেছিলেন এখনও এর সময় হয় নাই। বুঝতাম না, বা বুঝার চেষ্টাও করতাম না। রাগ বেড়ে গেলে দাঁতে দাঁত কামড়ে দাড়িয়ে থাকতাম ছাঁদে যেয়ে, আল্লাহ্‌র উপর রাগ ঝাড়তাম। আমার এক বন্ধুর বড় ভাই খুলনা বিশ্ববিদ্যালয়ের সিএসই তে ভর্তি হওয়াতে তিনি পিসি কিনেছিলেন, আমাকে তখন কম্পিউটার কিনে দেন নাই ঠিকই, কিন্তু আমি যখন ওদের বাসায় যেয়ে যেয়ে ঘন্টার পর ঘন্টা বসে বসে ভাইয়ার কম্পিউটারটা দেখতাম, উনি কি করতেন দেখতাম, আমাকে ওই খানে যেতে কোন দিন না করেন নাই। ।

আমি খুব আগ্রহ নিয়ে সব সময় দেখতাম, সবই যে ভালো দেখতাম, তা অবশ্যই তা না তবে হ্যাঁ আমি অনেক কিছু শিখেছিলাম, কম্পিউটার বিষয়ক। আমার নিজের পিসিতে আমি নিজে নিজেই ফার্স্ট ওএস দেই। কারও সাহায্যের প্রয়োজন পরে নাই। আমার আব্বু মূলত কম্পিউটারের জ্ঞ্যানের ব্যাপারে নিতান্তই ব-কলম। মাউস কে কি-বোর্ড আর কি-বোর্ডকে মাউস, বা মনিটরকে ল্যাপটপ বলে বসেন।

আমি জানি না আজকে আমি কম্পিউটার বিষয়ে কি জানি, তবে বলবো যা জানি তার পুরোটাই আমার আব্বুর শিখানো। কারণ তিনি যদি আমাকে ওই সময় কিনে দিতেন কম্পিউটার তাহলে আমি কোন দিনই এর প্রতি অতোটা আগ্রহ পেতাম না। চাইলেই যা পাওয়া যায়, মানুষের তার প্রতি আকাঙ্ক্ষা থাকেই না বলতে গেলে। শিক্ষা দিতে উচ্চশিক্ষিত হবার চেয়ে স্বশিক্ষিত হবার প্রয়োজন বেশী। ধন্যবাদ আমার জীবনে আসা সকল হোঁচট কে।

তোমরা আমাকে কষ্ট দিয়ে বিনয়ী করেছো। তাই বলতে চাই, কিছু না হয় না পাওয়াই থাক ... । .....। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.