আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রতিটা দিন মমতার দিন ।।

এভাবেই ভালোবাসা পুড়ে পুড়ে যায়..

তোর জন্যে তুলে রেখেছি সরষে ইলিশ রাঁধা; তোর জন্যে জমিয়ে রেখেছি বুকের ভেতর ব্যথা। আউশের ধান চাল হয়ে আছে উনুন জ্বলেনি আঁচে ; পিঠার ঘ্রাণ কবে পিজা হয়ে গ্যাছে সময়ের ভাঁজে ভাঁজে। গর্জে ওঠা বারি ভিজিয়ে দিয়ে গেল ,প্রশান্তি তবু খুঁজে না পাই; সাগরের নোনা জল স্মৃতি হয়ে আছে,তোর কাছে যা আমি চাই। মমতার আঁচলে বাধা ঘর শূণ্য পড়ে থাকে ,নেইতো কিছু চাওয়ার ; ভুলে যেতে না পারিস , ঘৃণাটুকু রেখে দিস - ওটুকুই থাক অধিকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.