void(1);
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনির চরিত্র সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য ও সিলেটবাসীকে নিয়ে কটূক্তি করার প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে সিলেট। এরই মধ্যে সিলেট বিভাগে বন্ধ করে দেয়া হয়েছে তার মালিকানাধীন দুটি স্যাটেলাইট চ্যানেল এটিএনবাংলা ও এটিএন নিউজের সম্প্রচার।
মাহফুজুর রহমান সিলেটে এসে ক্ষমা না চাইলে হরতাল ও সড়ক অবরোধসহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেয়া হয়েছে। প্রতিদিন মানববন্ধন ও প্রতিবাদ সভা করছেন সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।
বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও দুপুরে ঝাড়ু মিছিল বের করা হয়।
নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনিকে নিয়ে আপত্তিকর ও অশালীন বক্তব্য ও সিলেটবাসীদের নিয়ে বর্ণবাদী মন্তব্য করায় বেলা সাড়ে ১১টায় মানববন্ধন করে সিলেট মানবাধিকার সোসাইটি।
এরপর দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে ঝাড়ু মিছিল বের করে ‘সচেতন সিলেটবাসী’ নামের একটি সংগঠন।
মানবাধিকার সোসাইটির মানববন্ধনে বক্তারা বলেন, মাহফুজুর রহমানকে সিলেট এসে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ক্ষমা না চাইলে সিলেটবাসী বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেবে। এমনকি হরতাল পর্যন্ত পালন করা হবে হবে বক্তারা হুমকি দেন।
বক্তারা আরো বলেন, হাজার বছর ধরে সিলেট বাংলাদেশের একটি সভ্য এলাকা হিসেবে পরিচিত। দেশের আধ্যাত্মিক রাজধানী হিসেবে সিলেটের খ্যাতি বিশ্বজোড়া। নতুন করে মাহফুজুর রহমানের কাছ থেকে সভ্যতার স্বীকৃতি ও তালিম নেওয়া হাস্যকর।
মানবন্ধনে বক্তৃতা করেন, জাতীয় মানবাধিকার সোসাইটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ শহিদুল ইসলাম, যুগ্ম মহাসচিব সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল আসলাম মুমিম, সিলেট জেলা সভাপতি শামসুজ্জামান শামছু, সহ-সভাপতি বদিউল আলম লিটন, অ্যাডভোকেট কবি আব্দুল মুকিত অপি, অ্যাডভোকেট সেলিম মো. আলী আসগর, অ্যাডভোকেট তাজ উদ্দিন মাখনসহ সিলেটের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
ঝাড়ু মিছিল :
মাহফুজুর রহমানের গ্রেফতার ও শাস্তি দাবি
এটিএন বাংলার চেয়্যারম্যান মাহফুজুর রহমানের সিলেটবাসী সর্ম্পকে করা কটুক্তির প্রতিবাদে সচেতন সিলেটবাসীর উদ্যেগে আয়োজিত ঝাড়– মিছিল ও বিক্ষোভ সমাবেশে সচেতন সিলেটবাসী কমিটির আহবায়ক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী তার বক্তব্যে এ কথা বলেন।
মহানগর ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ ও এসোনিক সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ এর যৌথ পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-কাউন্সিলর মুজিবুর রহমান শওকত,কাউন্সিলর সিকান্দর আলী,এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, সেলিম আহমদ রনি, , সিলেট চেম্বার অব কমার্সের পরিচালক এনামুল কুদ্দুস চৌধুরী,
ছাত্রদল নেতা মাহবুবুল হক চৌধুরী, এডভোকেট আব্দুল মুকিত অপি, শফিকুর রহমান টুটু, আব্দুস সামাদ তুহেল, আব্দুল মজিদ, এহসানুল হক তাহের, মনজুর আহমদ, তাজু ইসলাম তাজু, আব্দুল হাশিম জাকারিয়া, মিজান আহমদ, দিনার আহমদ, শামীম মজুমদার, আব্দুর রকীব চৌধুরী, নুরুল ইসলাম ওসমান, আব্দুর রব, রিপন চৌধুরী, চুনু মিয়া, আবুল খান, তাজ উদ্দিন, আব্দুস সালাম টিপু,
এম জে জামিল, আলী আহমদ, মোতাহের আলী, জয়নাল আবেদীন, আলী আকবর রাজন, ওমর মাহবুব, সালাউদ্দিন সাকের, ফাইজুল ইসলাম জামিল, নাজিম উদ্দিন, ফজলে রাব্বি, মাজেদ আহমদ, আখতার আহমদ পলাশ, কৃষ্ণ ঘোষ, নাসির আহমদ, ওবায়াদ বক্স সাদী, আলমগীর হোসেন প্রমুখ।
নগরীরর শহীদ মিনার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্ট এস বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশ শেষে সচেতন সিলেটবাসী কমিটি আবারো মিছিল সহকারে নগরীর ক্যাবল অপারেটর এস সি এস কার্যালয় যায়। সেখানে সিলেটে এটিএন সম্প্রচার বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ পত্র প্রদান ও চেয়ারম্যান নি:শর্ত ক্ষমা না চাওয়ার পূর্ব পর্যন্ত তা অব্যাহত রাখার আহবান জানান। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।