আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকার শান শওকত গুলশান !!!!

গুলশান নামটা কেমনে আসিল তা জানি না, তবে চাকরীর চৌদ্দ দিনে এসে আমার গুলশানের চৌদ্দগুষ্টি সম্পর্কে জানা হয়ে গেছে । যাইতে সমস্যা , আসতে সমস্যা, খাইতে সমস্যা...দেখতেও সমস্যা ! আরও কত কি ! গরুর কেজি ২৪৫ টাকা স্বপ্নতে...অথচ গুলশানে ৫ পিচ গরুর মাংস ১০০-১২০ টাকা... সবজি ২০-৪০ টাকা..... প্রাইভেট গাড়ীর ভীড়ে পাবলিক ট্রানসপোর্ট নাই । আছে ৬ নম্বর..গ্রামীন..বন্ধু..আর বি.আর.টিসি যা নগন্য ..আর এখানে উঠা এক ভাগ্যের ব্যাপার.... আর দেখার কথা বলছেন....যে এখানে উচ্চমূল্যের পণ্য বাজারে একটি বিশেষ অঙের কোন দামিই নেই...আমরা বড় আধুনিক হচ্ছি দিন দিন.... নতুন তো তাই সব কিছু জানি না...ভিতরের কাহিনী না জানি কি ! আস্তে আস্তে হয়তো জানতে পারিব.... আপনাদের জানা থাকলে শেয়ার কইরেন.. এই ফকিরনির পুতরে !!!!!!!!!!!!!! (আধুনিক ইয়োরা শুনলে তাই বলবে !!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।