আমাদের কথা খুঁজে নিন

   

২৩শে মে, ২০১২।

এই সময়স্রোত বয়ে অতলান্তিকে পৌঁছালে কোন ঔপন্যাসিকের লেখায় চায়ের কাপ হাতে- যুবকের ছবিতে ভেসে উঠব হয়তো, আমি হয়তো রয়ে যাবো, অপ্রত্যাশিত মেঘমালার বৃষ্টির রাতে। আমি হয়তো রয়ে যাবো- উদ্ভ্রান্ত কল্পনাবিলাস ঝুলে থাকবে ব্যস্ত কারো সময়বৃত্তের মুহুর্তের কাঁটায়, বিস্ময়ের সব দুপুর হয়তো কিশোরের- ঘোরলাগা নাটাই আর ঘুড়িতে অথবা কিশোরীর হাতে বৃষ্টির ফোঁটায়। আমি হয়তো রয়ে যাবো- এক মুহুর্তের ভুলে, বুলেটের মিছিলে- ফেলে যাওয়া জুতোয়, অনেক জিজ্ঞাসার পথে বাবার এক আংগুলে কৌতুহলী শিশুর ভরসার অবিরাম সব ছুতোয়। আমি হয়তো রয়ে যাবো- কালবৈশাখীর ঝড়ে নৃত্যরত নারকেলের পাতায়, এক দৌড়ে স্বপ্নে পৌঁছাতে চাওয়া কেউ কিংবা অবাক সভ্যতায় আহত কারো ক্ষমাহীন চোখের তারায়। আমি হয়তো রয়ে যাবো- বাতাসে ভেসে বেড়ানো অতিব্যবহৃত গতানুগতিক সব অনুভুতিতে, পাতাকুড়ানি মেয়ের সলাজ স্বপ্নে- রেললাইনে হতাশ তরুনের মহাযাত্ত্রায়। আমি হয়তো রয়ে যাবো- না’থাকাদের দলে, ঈশ্বরের ভুলে আমার ঘামের গন্ধ নিয়ে আসবে নতুন ছেলে, ঈশ্বরের ভুলে-অবাক কৌতুহলে দুর্বা ঘাসের কোলে, অনাঘ্রাতা ফুলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।