১৯৯৫ সালের ২৩শে মার্চ, তিনি চলে গেলেন। তখন আমার বয়স মাত্র ৬। তাঁকে চিনেছি, ভালোবেসেছি আরো অনেক বছর পেরিয়ে এসে। তিনি আমার ঈশ্বর, অবিনশ্বর শক্তি চট্টোপাধ্যায়। ২০১০ সালের ২৩শে মার্চ, উত্তরবঙ্গের নকশালবাড়ি গ্রামে এক অশীতিপর বৃদ্ধের আত্মহত্যা, গুঁড়িয়ে গেলো বাঙালীর আরো একটি পাঁজর। শক্তি চট্টোপাধ্যায়ের বিদায়-দিনে স্বেচ্ছায় বিদায় নিলেন তিনি, মেরুদন্ডী রাজনীতির অন্তিম উত্তরাধিকারী কমরেড কানু সান্যাল। আজ ২৩শে মার্চ, ২০১৪, আজ আমি শোকপ্রকাশ করব না, শুধু গলার শিরা ফুলিয়ে চিৎকার করব-
"কবিতা দীর্ঘজীবি হোক।
বিপ্লব দীর্ঘজীবি হোক।
সরীসৃপ নিপাত যাক।"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।