আমাদের কথা খুঁজে নিন

   

২৩শে নভেম্বার



কত কি যে ইচ্ছে করে ভেবে না পাই কূল কাল যা ছিল মনে আজ, .................. হয়ে যায় তা ভূল । আবার যখন নুতন করে ভাবতে শুরু করি ঢেউয়ের গিড়ি ঝাপটা মেরে .................ডুবায় সে তরি । তখন এই ধরনীটা বড় বিষাদ লাগে যেমনটি কখনো আর ................লাগেনিযে আগে । অজান্তেই কখন যেনো ভেঙ্গে পরে সব জীবনথেকে মুছে যায় ..................সব কলরব । জরতায় জরিয়ে আমায় মেলে দেয় লতা বসন্তের কোকিল হয়ে ................বলে সেই কথা । কে যেন জীবনে ,এসেছিলো কবে ! তার সাথে নুতন করে ..................দেখা হবে কবে । তাই ভেবে আজ সব হয়ে যায় পর সে আমার প্রথম প্রেম ...................২৩শে নভেম্বার । =-=-=-=-=-=-=-=-=-=-=-=- =

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।