৫ই জুন: বিশ্ব পরিবেশ দিবস আজ সারা দেশের সমস্ত মিিডয়ার হেডলাইন, ঢাকার পরিবেশ মানুষের জন্য নয়, এই বাতাশে বিষ, দেশের পরিবেশ বিপর্যয়ের মুখে, অমুক লোকের বাড়ির পাশের আবর্জনা, এলাকা দুষিত হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ব্যাপারটা এমন যেন বিশ্ব পরিবেশ দিবসের আগের বা পরে দুষিত হয় নাই।এই দিন বাদে সরকার সব সময় আমাদের পরিবেশ এর খেয়াল রাখেন। সারা বছর ধরে সরকােরর পরিচ্ছন্ন বিভাগ এবং আমােদর সমাজের কর্নধার শিল্পপতিরা আমাদের পরিবেশের () মারতে মারতে ফ্যানা ফ্যানা কইরা ফেলান এবং আমােদর আরেক কর্নধার গ্রুপ, ক্ষমতাবানদের (-) চোষা মিডিয়া বছরে একদিন সেই বিষয়ে লেখালেখী করে প্রমান করার চেষ্টা করে তারা সমাজের প্রতি কতটা সচেতন। শিশু দিবসে তাদের মনে হয়, শিশুশ্রম অন্যায় (অন্য সব দিন শিশুশ্রম জায়েজ), শিশুদের বেড়ে উঠার জন্য সুন্দর পরিবেশ এবং মুক্ত হাওয়া প্রয়োজন (অন্য সব দিন চিপা গলি এবং নর্দমার গন্ধময় পরিবেশ হলেও চলে), শিশুদেরও অধিকার আছে (অন্য সব দিন কোন অধিকার নেই)। নারী দিবসে মনে হয়, নারীরাও মানুষ (অন্য সব দিন তারা শুধু ভোগের বস্তু), তামাক দিবসে মনে হয়, বিড়ি খাওয়া চলবে না (অথচ এই বিড়ি তৈরি হয় তামাক দিয়া যা আমাদের দেশে উৎপাদন হয় এবং আমাদের অর্থকারী ফসল হিসাবে স্বীকৃত)। শহীদ দিবসে মনে হয় তারা দেশের জন্য উৎসর্গ জীবন করেছেন (সারা বছর মনে হয় , আরে ধুর, টাইম আছে নাকি)। আমরা শুধু দিবসে সচেতন বাকি সময় অচেতন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।