নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই অনেক বৃষ্টি হল আজ ডুবতে ডুবতে মানুষগুলো নেমে গেছে জলের সিঁড়ি বেয়ে পাতালে, তারপর কোন বৃষ্টি নেই উধাও গগনে আমাদের কিছু কথা আছে মাছেরা চুপ চাপ আলাপ সেরে নিচ্ছে ঢেউয়ে, উৎসবের ছুতোয় একদিন সবাই ফুলিয়ে দেয়া হাজারো অলস ছাতা ভাসিয়ে দিয়েছিলাম মহাসাগরের গাঙে। -- ড্রাফট ১.০/ এটা কবিতা না হলে পরেরটা হবে যার কাছ ইচ্ছে আছে সে পাবে কবিতার দেখা আজ না হলে বহুদিন পর, এতদিন যে ভুলে গেছে সবাই ও কবি, একদিন তার ছাপানো অক্ষর ত্রিভুজ মোড়কে কাসুন্দির তেলে আধাস্বচ্ছ হয়ে যায়, স্টেরিওতে বাজতে থাকা বিজ্ঞাপন তরঙ্গে অনিশ্চিত মন খারাপ দুপুর। পাঠক কমে যায় যখন, পথ খালি করে দেয়, ৮ নম্বর কাউন্টারের সামনে দাঁড়াতেই ভাবনার পিছন পিছন শব্দেরা নেমে আসবে স্বদেশের আঙুল ধরে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।