আমাদের কথা খুঁজে নিন

   

রাধার নামে নাম

কিছু দেশ দেখার সুযোগ হয়েছে এই জীবনে। ভ্রমণ আমার ভাল লাগে্‌ তাই সবার মাঝে তা জানাতে চাই। সবার উপরে ভালোবাসি বাংলাদেশ । ধন্যবাদ বিদির পুরের একটু দূরে গুরকি নামের গ্রাম মাঝে আছে রাধানগর রাধার নামে নাম। ছোট্ট গ্রামে স্কুল আছে আছে ধানের মাঠ আরও আছে বসত বাটি মেঠো পথ ঘাট।

শুকনো সময় পানির অভাব এক ফসলি জমি তিন ফসলি এখন সেসব কৃষক তোমায় নমি । মাটির ঘর , মাটির বাড়ি সাথেই গোয়াল খানা ছোট্ট এই বসত খানায় সুখ আছে তা জানা । গ্রামের মাঝে ফাঁকা মাঠে তাল গাছের সারি অনেক দূরে বসত ভিটা পথ দিতে হয় পাড়ি । রাতের বেলা ফাঁকা মাঠে চাঁদের আলো খেলে সকাল বেলা সূর্য্যি মামা রোদের আলো ফেলে। বর্ষা কালে পানি পেয়ে জমি সতেজ হলে মনের সুখে কৃষক তখন দুখের সময় ভুলে।

জ্ঞানের আলো আসে ধীরে গ্রামের জীবন কাটে তবুও মানুষ স্বপন দেখে সুখের দিনে রাতে। বসত বাড়ি পাকা হবে রাস্তা হবে বেশ স্বপ্ন দেখে এসব তারা কবে হবে শেষ । । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।