আমাদের কথা খুঁজে নিন

   

রাধার হাতে ‘রাজা’ , সাদা এখন টানে গাঁজা । (ক্রিকেট)

দূর্বোধ্যতা নয়, প্রাঞ্জলতা বা সহজবোধ্যতাই হোক রচনার ধর্ম ।

রাধা আর সাদা দুই ভাই । রাধা চৌকস, সাদা এক কথায় সরলমনা । বড় ভাই রাধা ধুমধাম করে সাদার বিয়ে দিল । বছর ঘুরতেই স্ত্রী-সন্তান নিয়ে সুন্দর সংসার গড়ে ফেললো সাদা ।

হঠাৎ একদিন বড় ভাই রাধা সাদাকে বলতেছে, ‘শোন সাদা, পরিবারে তোর অবদান কম। আমার কষ্টের টাকায় আর সংসার চলেনা। তোর অবদান আরও বাড়াতে হবে । আর একটা বিকল্প চিন্তাও করেছি...’
সাদার সরল প্রশ্নঃ- কী ভাইজান?
-তোরা যেই ঘরে থাকিস, সেটা ভাড়া দিয়ে দিবো ভাবছি । তাতে কিছু টাকা আসবে, বাজার টাজার করে খেতে হবেতো নাকি? আর তুই টাকা পয়সা যোগাড় করতে পারলে পূর্ব দিকে একটা ঘর তুলে নিস ।


-ঐ ঘর ছেড়ে আমরা থাকবো কই, এই ঘরে?
-এই ঘরে থাকবি কেন!
-তাহলে?
-আমি কি জানি! আমি কিছু জানি না ।
কিছুক্ষণ থেমে থেকে, ...আচ্ছা এক কাজ কর । তোর বউ আর মেয়ে আমার ঘরেই থাকবে, পাশের রুমেই থাকতে পারবে । আর তুই কিছু করার চেষ্টা কর গিয়ে। ।


সাদা হাসিমুখে সম্মতি জানালো এবং সেদিনই বউ-মেয়ে ভাইয়ের কাছে রেখে বাড়ি ত্যাগ করলো...টাকা উপার্জনের আশায় ।
*বলা হয়নি, রাধার আবার চরিত্রের নাট-বল্টু কিঞ্চিত ঢিলা ছিল কিনা, বউ বেশিদিন টিকত না! স্বামীর কার্যকলাপ দেখে বছর পেরোনোর আগেই ছাড়াছাড়ি...!
সেই যা-ই হোক, এক বছর পরের ঘটনা । সাদা গাছ তলায় বসে প্রকাশ্যে গাঁজা টানছে (!) কী হয়েছিল এই একবছরে আমরা কেউ জানিনা । গ্রামের মানুষ সাদাকে দেখলে শুধু একটা কথাই বলে, রাধার হাতে ‘রাজা’ , আর সাদা টানে গাঁজা! আক্কেল সালামী, শিয়ালের হাতে কেউ মুরগী...।

বিশেষ দ্রষ্টব্যঃ এই দুই ভাইয়ের ঘটনার সাথে কোন অবস্থাতেই ভারত, আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ‘সুসম্পর্ক’ -কে মেলানো যাবে না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।