আমাদের কথা খুঁজে নিন

   

রাধার জন্য শোকগাঁথা


ঐ তো দিগন্তের সীমানায়; সূর্য ডুবছে আবার অনেক প্রেমিকের কংকাল মাড়িয়ে; হেঁটে যায় বিষণ্ণ রাধা। অনন্তের চোখে বেদনা জাগিয়ে; তুমি চলে যাও কোথায় আমরা ব’য়ে যাই শুধু আমাদের প্রেমশূন্য করোটি ও কংকাল। আঁধারে পড়ে আছে কত ভাঙ্গা রথ আর বাঁকানো ধনুক খসেছে কত পাখির পালক আর হৃদয়ের দিকে প্রেমহীন রাগে ছুটছে কত তীর। আজ সেখানেই তোমার উত্তরসূরী পূজারীদের আনাগোনা কৃষ্ণের শব ঘিরে যেখানে; আনন্দ-প্রমোদে নাচে নরকের অসুর। তোমার প্রেমিকদের হৃদয়কোঠায় জ্বলে ওঠে সেই হিংস্রতা যা মুছে দিতেই তুমি অচেতন জড়ে জাগিয়েছিলে চেতনার বিভা আজ এই নীলিমায় ভাসছে শুধু তোমার পরাজিত ছিন্নবাস আদিগন্ত শ্মশানের তীরে সবাই ডাইনীর সাথে বেঁধেছি ঘর। সূর্যের ক্ষীণ রশ্মির সাথে ডুবে যাচ্ছো কোন্ গভীর লজ্জায় ডাইনীর যাদুদন্ডের আঘাতে তোমার গর্ভ থেকে বেরোয় অজস্র মৃতবৎসা। যাদুকরীর দেহের ভাঁজে ভাঁজে প্রেমিকেরা সর্বস্বান্ত করেছে প্রেমের অসীমতা ও পৃথিবী, ও বিষণ্ণ রাধা- শরীর নিংড়ানো ম্লান আলোয় প’ড়ে আছে শুধু তোমার শীতল হৃদয় ও দেহের নোনতা মদিরতা। (এটি আমার ১ম কবিতার বই নৈঃশব্দের মৃত্যু হতে দেওয়া হলো)
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।